Advertisement
Advertisement
তেলেনিপাড়া

তেলিনিপাড়ার হিংসা নিয়ে উস্কানিমূলক পোস্ট, অভিযুক্তের পরিচয় প্রকাশ করল পুলিশ

উস্কানিমূলক পোস্ট ছড়ানো রুখতেই অভিযুক্তদের পরিচয় প্রকাশের সিদ্ধান্ত পুলিশের।

Police take a step to stop spread of the rumours and fake news
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 16, 2020 11:34 am
  • Updated:May 16, 2020 1:09 pm  

ব্রতদীপ ভট্টাচার্য: লোহা দিয়েই কাটা হয় লোহা। সোশ্যাল মিডিয়ায় গুজব আর উস্কানি ছড়ানো বন্ধ করতে এবার সেই পন্থাই নিল পুলিশ। সম্প্রতি তেলিনিপাড়ার অশান্তি নিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে ভুরি ভুরি গুজব ছড়িয়েছে। নাম বদলে কিছু দাগি আসামী এই কাজে করছে বলেই দাবি করে অভিযুক্তদের আসল পরিচয় প্রকাশ করে পালটা আক্রামণের পথেই হাঁটল পুলিশ। হাতিয়ার সেই সোশ্যাল মিডিয়াই। দুষ্কৃতীদের নাম, ঠিকানা, ছবি-সহ কী কী অপরাধ করেছে, তার বিস্তারিত বিবরণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে সচেতন করার কাজ শুরু করলেন উর্দিধারীরা।

তেলিনিপাড়ার ঘটনার পর পরই সোশ্যাল মিডিয়ায় বহু পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। যাতে অশান্তি বেড়েছে। গুজব রুখতে হুগলির বিস্তীর্ণ এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। কিন্তু যে পোস্ট ঘিরে এত অশান্তি, পুলিশের দাবি তার বেশিরভাগই ভুল তথ্য। জানা গিয়েছে, তেলেনিপাড়া প্রসঙ্গে অমিত ‘অমিতাভ’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছে, এক যুবক উস্কানিমূলক মন্তব্য করছে। কখনও বিধর্মীদের মারার কথা বলছে সে, কখনও আবার পুরনো অশান্তির ঘটনার রেশ টেনে হিংসা ছড়ানোর বার্তা দিচ্ছে। মঙ্গলবার সকালে সেই পোস্টটি করার পরই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার শেয়ার হয়। এরপরই পুলিশ তদন্ত করে জানতে পারে ওই যুবক বারাসত এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী।

Advertisement

[আরও পড়ুন:  করোনা হাসপাতালে মোবাইল নিষিদ্ধকরণ নিয়ে হাই কোর্টে মামলা, শুনানি ১৯ মে]

এরপরই রাজ্য পুলিশ ও ব়ারাসত জেলা পুলিশের ফেসবুক পেজে ওই ভাইরাল পোস্টের ছবি আর ওই দুষ্কৃতীর আসল পরিচয় প্রকাশ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই দুষ্কৃতীর আসল নাম অমিতাভ গুহ ওরফে নব। তার বিরুদ্ধে বারাসত থানায় একটি খুনের মামলা রয়েছে। ডাকাতির ঘটনাতেও অভিযুক্ত সে। বহুবছর ধরে বেপাত্তা সে। রাজ্যের বাইরে গা ঢাকা দিয়ে রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নব-র মতো আরও অনেকে রয়েছে, যারা এই ধরনের অপপ্রচার ও উস্কানি ছড়াচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রত্যেকের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সোশ্যাল মিড়িয়ায় যেমন প্রচার চালানো হবে, তেমনই আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

[আরও পড়ুন: ফিরে যাচ্ছেন ভিনরাজ্যের নার্সরা, করোনা আবহে সংকটে রাজ্যের চিকিৎসা পরিষেবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement