Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশ, কলেজে ভরতি প্রক্রিয়া পরিদর্শনে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার

কথা বলে সতর্ক করলেন পড়ুয়া ও অভিভাবকদের৷

Police super of South Dinajpur looked into the admission process
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2018 6:34 pm
  • Updated:July 3, 2018 6:34 pm

রাজা দাস, বালুরঘাট: ভরতি প্রক্রিয়া নিয়ে দালাল চক্রের দাপটের অভিযোগ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে শহরের বিভিন্ন কলেজ থেকে৷ যা নিয়ে শিক্ষা দপ্তরকে কড়া অবস্থান গ্রহণের নির্দেশ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বেশিরভাগ ক্ষেত্রেই এই চক্রের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের৷ এমত পরিস্থিতি জেলার কলেজগুলিতেও দালাল চক্র রুখতে তৎপর জেলা প্রশাসন৷ সেজন্যই মঙ্গলবার জেলার কয়েকটি কলেজে ঘুরে ভরতি প্রক্রিয়া প্রদর্শন করলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়৷

[ফের বেপরোয়া গতি, বাসের ধাক্কায় মৃ্ত্যু প্রৌঢ়ের]

Advertisement

প্রথমবর্ষে ভরতি করানোর নামে ও অনার্স পাইয়ে প্রলোভনে কলেজে কলেজে সক্রিয় হয়েছে দালাল ও প্রতারক চক্র। প্রতিবারের মতো এবারও এই চক্রের শিকার হতে হচ্ছে সদ্য স্কুল পাশ করা পড়ুয়াদের৷ কয়েকদিন ধরেই জেলা প্রশাসনের কাছে আসছিল এমন তথ্য৷ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন৷ এই বিষয়ে কঠোর হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ৷ ইতিমধ্যেই জেলার নয়টি কলেজের প্রতিটিতে লাগানো হয়েছে ভরতির নামে অবৈধ লেনদেন বন্ধের জন্য পুলিশের সতর্কতামূলক ব্যানার, পোস্টার। বসেছে পুলিশ প্রহরা৷ সতর্ক করা হচ্ছে পড়ুয়া ও অভিভাবকদের৷

[স্বামী পরিত্যক্তা যুবতীকে কুপিয়ে খুনের অভিযোগ, অধরা প্রেমিক]

অনলাইনে ভরতির হলেও বর্তমানে ভেরিফিকেশনের জন্য কলেজগুলিতেই আসতে হয় পড়ুয়াদের৷ আর তখনই দালালদের খপ্পরে পড়তে হচ্ছে তাঁদের৷ সেজন্যই মঙ্গলবার বালুরঘাট কলেজ, বালুরঘাট গার্লস কলেজ-সহ সাতটি কলেজের ভরতি প্রক্রিয়া পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি কথা বলেন ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে। পরে জানান, ভরতি প্রার্থীদের উদ্দেশে লেখা ব্যানারে বলা হয়েছে কেউ টাকা চাইলেই তাঁরা যেন সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করে৷ এমনকি ওই দালালের নাম, কলেজ এবং অন্যান্য তথ্যও পুলিশের নির্দিষ্ট ইমেল আইডি, ফোন নম্বর বা হোয়াটস অ্যাপ নম্বরে যেন পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে এবং এক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement