সম্যক খান, মেদিনীপুর: ফের আত্মঘাতী পুলিশ কর্মী (Police)। তাও আবার থানা লাগোয়া বারাকে। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুরের কেশপুর শহরে। তবে কী কারণে ওই পুলিশ কর্মী আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়।
রোজকার মতো এদিন সকালে কেশপুরের (Keshpur) থানা লাগোয়া বারাকে কাজে এসেছিলেন ঠিকে পরিচারিকা। বারাকে ঢুকতেই তাঁর চোখে পড়ে ঝুলন্ত দেহ। তিনি চিৎকার করে বাকিদের ডাকেন। থানার অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে এসে দেহটি নামিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানেই ওই পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
মৃতের নাম সঞ্জয় চৌধুরী(৪৭)। রাজ্য পুলিশের এসআই পদে কর্মরত ছিলেন তিনি। পুরুলিয়ার বাসিন্দা। যদিও বর্তমানে স্ত্রী, সন্তানকে নিয়ে মেদিনীপুরের পুলিশ কোয়ার্টারে থাকতেন। হঠাৎ কেন আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তিনি, সে কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন তিনি। তবে পারিবারিক অশান্তির জেরে নাকি কাজের চাপে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন, তা এখনও জানা যায়নি।
দিন কয়েক আগেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন এক পুলিশ আধিকারিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল শিলিগুড়িতে (Siliguri)। কী কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন ওই পুলিশকর্মী? ব্যাক্তিগত কারণ নাকি ঘটনার নেপথ্যে অন্যকোনও রহস্য রয়েছে তা জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.