Advertisement
Advertisement
Police recovers body of Jalpaiguri municipality's former chairman and her husband

জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তাঁর স্বামীর রহস্যমৃত্যু, কারণ ঘিরে ধোঁয়াশা

কীটনাশক খেয়ে দু'জনে আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে।

Police recovers body of Jalpaiguri municipality's former chairman and her husband । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:April 1, 2023 11:41 am
  • Updated:April 1, 2023 12:10 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তাঁর স্বামীর রহস্যমৃত্যু। কীটনাশক খেয়ে দু’জনে আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে। কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন দম্পতি, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

২০০০-২০০২ সাল পর্যন্ত জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন অপর্ণা ভট্টাচার্য। ফরওয়ার্ড ব্লকের হয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে তৃণমূলে যোগ দেন। অপর্ণা ভট্টাচার্যের স্বামী সুবোধ, একসময় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য ছিলেন। ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ভাই হলেন সুবোধ। সোমবার সকালে দীর্ঘক্ষণ তাঁদের সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা চিন্তিত হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকেন পুলিশকর্মীরা। দেখেন, ঘরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন দু’জনে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা জানান মৃত্যু হয়েছে দম্পতি।

Advertisement

[আরও পড়ুন: ‘অধর্মের আগুন যারা জ্বালাবে তাদের নিস্তার নেই’, হাওড়া কাণ্ডে কড়া বিবৃতি রাজ্যপালের]

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তাঁরা। কী কারণে অপর্ণা এবং সুবোধ চরম সিদ্ধান্ত নিলেন তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক কোনও অশান্তি চলছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ভাই এবং তাঁর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। আত্মহত্যার কারণ সম্পর্কে তিনিও কিছুই বলতে পারছেন না।

[আরও পড়ুন: ‘উট চলেছে মুখটি তুলে, মন্ত্রীরা সব যাচ্ছে জেলে’, বামেদের নতুন চমক ‘দুর্নীতির বর্ণপরিচয়’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement