ফাইল ছবি।
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ঠিক আগেই আজ কলকাতায় এসএফআইয়ের (SFI) বিধানসভা অভিযান। হাওড়া ও শিয়ালদহ থেকে দুটি মিছিল রওনা হবে বিধানসভার উদ্দেশ্যে। এদিকে মিছিলকে আটকাতে প্রস্তুত পুলিশ। ফলে এসএফআইয়ের মিছিলের জেরে ভোগান্তির আশঙ্কায় শহরবাসীর।
মঙ্গলবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষার মরশুমে এই মিছিল কর্মসূচির অনুমতি স্বাভাবিকভাবেই পুলিশ দেয়নি। তবে পুলিশি অনুমতি না থাকলেও মিছিলে অনড় সিপিএমের ছাত্র সংগঠন। এসএফআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিধানসভা অভিযান হচ্ছে। দুটি মিছিল বিধানসভা অভিমুখে যাবে। আজ এসএফআইয়ের বিধানসভা অভিযানকে ঘিরে কলকাতায় সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে প্রশাসনিক মহলের। ছাত্র সংসদ ভোটের দাবিতেই এসএফআই মূলত এই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে।
এসএফআই পরিকল্পনা করেছে, আজ দুপুর ২টোর সময় হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে দুটি মিছিল বের করবে। শুধু কলকাতা নয়, শহরতলির জেলাগুলি থেকেও কর্মী-সমর্থকদেরও কলকাতায় জড়ো করছে এসএফআই। বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে মিছিল আটকাবে পুলিশ। সেখানেই গোলমালের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশের পদক্ষেপের উপর নির্ভর করছে এসএফআই-এর মিছিলের গতিপথ পরিবর্তন করা হবে কি না। অন্যদিকে, এদিন বিজেপির যুব ও মহিলা মোর্চার একটি কর্মসূচি রয়েছে সল্টলেকে। আডিনোভাইরাসে শিশু মৃত্যুর ঘটনা নিয়ে স্বাস্থ্যভবনের দিকে মিছিল করে যাবে বিজেপি কর্মীরা। সল্টলেকে করুনাময়ী বাসস্ট্যান্ডে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.