Advertisement
Advertisement
সিআইডি

নিমতায় তৃণমূল নেতা খুনের তদন্তে সিআইডি, গ্রেপ্তার আরও ১

ঘটনাস্থল ঘুরে দেখলেন রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

Police nabs another accused in TMC leader murder case
Published by: Tanumoy Ghosal
  • Posted:June 7, 2019 3:54 pm
  • Updated:June 7, 2019 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্ত শুরু করল সিআইডি। শুক্রবার নিমতা থানায় গিয়ে তদন্তকারীদের সঙ্গে কথা বলেন রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ঘুরে দেখেন ঘটনাস্থলও। এদিকে তৃণমূল নেতা নির্মল কুণ্ডু খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ।

[আরও পড়ুন: সিসিটিভিতে নজরবন্দি নবদম্পতিদের গোপন দৃশ্য, তারাপীঠে আটক হোটেলের ম্যানেজার]

দলের নেতা-মন্ত্রীরা তো ছিলেনই, বৃহস্পতিবার রাজ্য পুলিশ ও সিআইডি-র পদস্থ আধিকারিকদেরও সঙ্গে নিয়ে নিমতায় নিহত তৃণমূল নেতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্মল কুণ্ডুর পরিবারের লোক ও পাড়া-প্রতিবেশীরা। তাঁদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘দোষীদের ছাড়া হবে না। সিআইডি-কে তদন্তভার দেওয়া হয়েছে।’ মুখ্যমন্ত্রী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে খুনের তদন্তে নেমে পড়লেন রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

Advertisement

মঙ্গলবার ভর সন্ধেয় নিমতার পাটনাঠাকুরতলায় তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেদিন রাতেই স্থানীয় বিজেপি নেতা সুমন কুণ্ডু-সহ দু’জনকে আটক করে নিমতা থানার পুলিশ। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে একজন সুপারি কিলারের সন্ধান পান তদন্তকারীরা। তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধরা পড়ল আরও একজন। হুগলি থেকে সঞ্জয় দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার দিন বাইকে এসেছিল আততায়ীরা। বাইক চালাচ্ছিল সঞ্জয়ই। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে যেহেতু ঘটনার তদন্তে নেমেছে সিআইডি, তাই ধৃতকে রাজ্য গোয়েন্দা সংস্থার হাতেই তুলে দিয়েছে নিমতা থানার পুলিশ। এদিকে নিমতা থানায় আবার পাঁচজন বিজেপি নেতার বিরুদ্ধে আলাদাভাবে অভিযোগ দায়ের করেছে নির্মল কুণ্ডুর পরিবারের লোকেরা।

[আরও পড়ুন: এবার অনলাইনে কাটতে পারেন সরকারি হাসপাতালের বহির্বিভাগের টিকিট

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement