Advertisement
Advertisement
Pranat Tudu

ভোটে আক্রান্ত, ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা

তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।

Police lodged a complain against Jhargram's BJP leader Pranat Tudu
Published by: Sayani Sen
  • Posted:May 30, 2024 9:22 pm
  • Updated:May 30, 2024 9:22 pm  

সম্যক খান, মেদিনীপুর: ভোটের দিন গড়বেতা এলাকায় গণ্ডগোলের ঘটনায় জামিন অযোগ‌্য একাধিক ধারায় পালটা মামলা হল ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধেও। ভোটের দিন গড়বেতায় খড়কুশমা মংলাপোতায় গিয়ে আক্রান্ত হন বিজেপি প্রার্থী ও তাঁর দেহরক্ষী। সেদিনই গড়বেতা থানায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। পালটা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করা হয় তৃণমূল কর্মী মাণিক পাঠানের পক্ষ থেকে। সেই পরিপ্রেক্ষিতেই মামলা ও পালটা মামলা শুরু হয়েছে। তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।

চব্বিশের লোকসভা ভোটের (Jhargram Lok Sabha Election 2024) ষষ্ঠ দফায় জঙ্গলমহল ঝাড়গ্রামে সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোটই চলছিল। কিন্তু দুপুরের পর থেকেই পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে ওঠে। ঝাড়গ্রাম কেন্দ্রের অন্তর্গত গড়বেতার মংলাপাতা এলাকায় গিয়েছিলেন বিজেপি প্রার্থী তথা চিকিৎসক প্রণত টুডু। তাঁকে গ্রামবাসীরা কার্যত তাড়া করেন। তিনি কথা বলে পরিস্থিতি শান্ত করতে গেলে অশান্তি আরও বাড়ে। হাতে ইট নিয়ে তেড়ে আসেন গ্রামবাসীরা। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। তাঁরা সকলে তৃণমূল কর্মী-সমর্থক বলে দাবি বিজেপির।

Advertisement

[আরও পড়ুন: ‘ওয়াটার থিওরি’তে বাংলাদেশের সাংসদের হত্যাকাণ্ড! ঢাকা ফিরে জানালেন গোয়েন্দা প্রধান]

প্রার্থীর নিরাপত্তায় থাকা জওয়ানরা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। কিন্তু ইটের আঘাতে মাথা ফেটে যায় সিআইএসএফ (CISF) জওয়ানের। এর পর প্রাণভয়ে দৌড়ে এলাকা ছেড়ে যান বিজেপি প্রার্থী। প্রণত টুডুর অভিযোগ, ওখানকার বুথে বিজেপি সমর্থকরা ভোট দিতে গেলে তৃণমূল তাঁদের বাধা দিয়ে জোর করে ছাপ্পা ভোট করাচ্ছে। সেই খবর পেয়েই তিনি এসেছিলেন পরিস্থিতি দেখতে। কিন্তু গ্রামে ঢুকতেই যেভাবে আক্রমণের মুখে পড়তে হল, তাতেই স্পষ্ট তৃণমূলের গুন্ডাবাহিনী ভোট পরিচালনা করছে বলে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী। ঘটনার কথা জানার পর এনিয়ে রিপোর্ট চায় নির্বাচন কমিশন। এবার আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় দায়ের হল মামলা।

[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েনে ‘আত্মঘাতী’ স্ত্রী, ছবি বুকে জড়িয়ে চরম সিদ্ধান্ত স্বামীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement