Advertisement
Advertisement
পরীক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ

পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা পেয়ে জাতীয় সড়ক অবরোধ পরীক্ষার্থীদের, পুলিশের লাঠিচার্জ

সময়মতো উপস্থিত হলেও পরীক্ষাকেন্দ্রে পুলিশ ঢুকতে দেয়নি বলে অভিযোগ।

Police lathicharged on the examinees who blocked NH at Balurghat
Published by: Sucheta Sengupta
  • Posted:November 24, 2019 7:23 pm
  • Updated:November 24, 2019 7:51 pm

রাজা দাস ও জ্যোতি চক্রবর্তী: আবগারি দপ্তরে পরীক্ষায় বসতে না পারায় জাতীয় সড়ক অবরোধ। টানা আধঘণ্টা অবরোধে জাতীয় সড়কে যানজট হলে, অবরোধ তুলতে বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ। ঘটনা ঘিরে রবিবার দিনভর উত্তপ্ত হয়ে রইল বালুরঘাট। আহত হয়েছেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। এমনকী এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন এক সাংবাদিকও।

রবিবার রাজ্যের আবগারি দপ্তরের কনস্টেবল পদে পরীক্ষা ছিল। বালুরঘাট থানার অন্তর্গত ১৭ টি কেন্দ্রে ছিল পরীক্ষা। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা। রিপোর্টিং টাইম ছিল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। কিন্ত সেই সময়ের মধ্যে বালুরঘাট বিএড কলেজের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারেননি লাইনে দাঁড়ানো বহু চাকরিপ্রার্থী। আর পরীক্ষায় বসতে না পারার ক্ষোভে প্রায় ৬০ জন পরীক্ষার্থী ওই কলেজের সামনে বালুরঘাট হিলি ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। টানা আধঘন্টা চরম বিক্ষোভ চলতে থাকলে সেখানে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এরপরেই ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। 

Advertisement

[আরও পড়ুন: হানা দিতে পারে হাতি, বিপদ বুঝে জঙ্গল থেকে কলকাতার পর্যটকদের উদ্ধার করল পুলিশ]

পরীক্ষায় বসতে না পারা চাকরিপ্রার্থী মাধব সরকার, মানিক সরকার এবং দীপক সরকাররা বলছেন, তাঁরা মালদহ, কুমারগঞ্জ এবং তপনের মতো দূরবর্তী এলাকা থেকে পরীক্ষা দিতে আসেন। সময়মতো লাইনেও দাঁড়ান। পরীক্ষার্থীদের ভিতরে প্রবেশের জন্য পুলিশ মোতায়েন করা ছিল গেটে। অভিযোগ, তারপরেও পরীক্ষার শুরুর অনেকটা আগে আচমকা গেট আটকে বলা হয়, আর কেউ ঢুকতে পারবে না। এর জন্য পুলিশকে দায়ী করে প্রতিবাদে তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন বলেই জানাচ্ছেন পরীক্ষার্থীরা। কিন্তু পুলিশ তাঁদের উপর আচমকা লাঠিচার্জ করেছে অন্যায়ভাবে। তাই ফের পরীক্ষা নেওয়ার দাবিও তুলেছেন তাঁরা। 

examinees-attacked1

ডিএসপি (সদর) ধীমান মিত্র জানান, নির্দিষ্ট সময়ের পরে যাঁরা এসেছেন, তাঁদেরকেই আটকে দেওয়া হয়েছে। কিন্তু কয়েকজন পরীক্ষার্থী, জাতীয় সড়ক আটকে বিশৃঙ্খলা করেছিল। তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। লাঠিচার্জের বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। 

[আরও পড়ুন: মাঝরাতে আচমকা বেজে উঠল ব্যাংকের সাইরেন, শোরগোল ভাতারে]

অন্যদিকে, এই আবগারি দপ্তরের পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে হলে ঢুকে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃত যুবকের নাম কাঞ্চন টিকাদার। নদিয়ার ধানতলা এলাকার বাসিন্দা। বনগাঁ কালিতলা বিশ্ববন্ধু শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয় থেকে তাকে ডিভাইস-সহ গ্রেপ্তার করে পুলিশ। পরীক্ষার হলে গোপনে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে ঢুকেছিল ওই যুবক। অভিযোগ, প্রশ্নপত্র পাওয়ার পর ডিভাইস ব্যবহার করে বাইরে যোগাযোগ করে উত্তর লেখার চেষ্টা করছিল ওই যুবক৷ স্কুল কর্তৃপক্ষের চোখে পড়ামাত্র পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। তাকে গ্রেপ্তার করে ইলেকট্রনিক্স ডিভাইসটি পরীক্ষা করে দেখেছে পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement