Advertisement
Advertisement

পুলিশের মধ্যস্থতায় মিটল বিবাদ, অবশেষে যুগলের বিয়েতে মত দিল পরিবার

সমস্যার সামাধানের জন্য চন্দননগর থানায় যায় দুই পরিবার।

Police helps couple to get united in Hooghly
Published by: Bishakha Pal
  • Posted:December 30, 2019 8:55 pm
  • Updated:December 30, 2019 9:43 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: মিয়া বিবি রাজি তো ক্যায়া করেগা কাজী। আজ নয়, বহু যুগ ধরে এটাই সকলে জানে ভালবাসা কোনও ধরা বাঁধা নিয়মের গণ্ডিতে আটকে থাকে না। মনের মানুষকে কাছে পাওয়ার জন্য শেষ পর্যন্ত যেতে রাজি প্রেমিক প্রেমিকা- এরকম উদাহরণ বাস্তবে অনেক ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু যেখানে ভালবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার, সেখানে সমস্যা অনেকটাই গভীরে চলে যায়। এমনই একটি ঘটনা ঘটেছে হুগলিতে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশি মধ্যস্থতায় ভালবাসার জয় হল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভদ্রেশ্বর তাঁতিপাড়ার রাহুল বিশ্বাস ও চন্দননগর বাদামতলার বাসিন্দা প্রথম বর্ষের ছাত্রী রিংকি রায়ের মধ্যেই গত এক বছর ধরে সম্পর্ক গড়ে ওঠে। পরে দু’জনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু দু’জনের এই ভালবাসার ক্ষেত্রে বেঁকে বসে দুই পরিবার। পাত্রীর মা শর্মিলা বসন্ত রায় বিয়েতে অমতের কারণ পাত্রের পরিবার নাকি বলেছে ‘হিন্দুস্থানি মেয়ে’কে ঘরের বউ করে ঘরে তুলবে না। ব্যস আর যায় কোথায়। সম্প্রতি শাশুড়ি হাসপাতালে ভরতি থাকাকালীন সংকটজনক অবস্থায় হবু জামাই তাকে রক্ত দিয়েছিলেন। তাই ক্ষণিকের জন্য হলেও বরফ গলেছিল। কিন্তু ছেলের পরিবারের এ হেন কথায় রুখে দাঁড়ায় মেয়ের মা। শেষ পর্যন্ত দুই পরিবারই সমস্যার সমাধানে চন্দননগর থানার দ্বারস্থ হন।

Advertisement

hooghly-marriage

[ আরও পড়ুন: রাশিয়ান ব্যালে-টলি অভিনেত্রীর পারফরম্যান্সে বর্ষবরণে প্রস্তুত শিল্পশহর ]

অন্যদিকে প্রথমে ‘হিন্দুস্থানি মেয়ে’ বলে আপত্তি থাকলেও পরে ছেলের কথা ভেবে মা রেখা বিশ্বাসের মত বদল হয়। তিনি ছেলের সঙ্গে রিংকির বিয়ে দিতে রাজি হন। কিন্তু পাত্রীর মা মানতে নারাজ। শুরু হয়ে যায় দুই পরিবারের মধ্যে বচসা। শেষ পর্যন্ত চন্দননগর থানার পুলিশের হস্তক্ষেপে দুই পরিবারই এই সম্পর্ক মেনে নিয়ে বিয়েতে রাজি হয়। রিংকি ও রাহুলের ভালবাসার জয় হয়।

[ আরও পড়ুন: ‘মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা’, CAA ইস্যুতে মমতাকে কুরুচিকর আক্রমণ দিলীপের ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement