সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শেষ দফার নির্বাচনের আগেই পুলিশের জালে ধরা পড়লেন ডায়মন্ড হারবারে বিজেপির জেলা কমিটির এক সদস্য ও ডায়মন্ড হারবার শহর মণ্ডল কমিটির সভাপতি। ধৃতদের নাম, বিশ্বজিৎ নাটুয়া ও দেবাংশু পণ্ডা৷ পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
[ আরও পড়ুন: রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, ‘জয় শ্রীরাম’ বলায় আক্রান্ত বিজেপি কর্মী ]
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে ডায়মন্ড হারবার শহর মণ্ডল সভাপতি দেবাংশু পণ্ডাকে গ্রেপ্তার করে হুগলি জেলার পুলিশ। বিজেপির এই নেতার বাড়িতে হানা দেওয়ার সময় হুগলি পুলিশের সঙ্গে ছিল ডায়মন্ডহারবার থানার পুলিশ আধিকারিকরাও। তবে ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে, তার কোনও সদুত্তর দিতে পারেননি পুলিশ আধিকারিকরা। এদিকে বিজেপির আরও এক নেতা বিশ্বজিত নাটুয়াকেও পুলিশ তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। বিশ্বজিত বিজেপির দক্ষিণ ২৪ পরগনা (পশ্চিম) জেলা কমিটির সদস্য। এবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় বিজেপির সহ-আহ্বায়ক তিনি। জানা গিয়েছে, শনিবার দুপুরে ডায়মন্ডহারবার থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। এক্ষেত্রেও গ্রেপ্তারির কারন জানাননি পুলিশ আধিকারিকরা৷
[ আরও পড়ুন: হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগ, রাজ্য বিজেপির কোষাধ্যক্ষকে তলব সিআইডির ]
এদিকে বিজেপির জেলা সহ-সভাপতি সুফল ঘাঁটুর অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে মহেশতলা ও বজবজ পুলিশকে সঙ্গে নিয়ে বাঁকুড়া পুলিশ তাঁদের দুই গুরুত্বপূর্ণ নেতাকে বজবজ ও মহেশতলা থেকে গ্রেপ্তার করে। ঠিক একই কায়দায় ডায়মন্ড হারবার থানার পুলিশকে সঙ্গে নিয়ে, তাঁদের আরও দুই নেতাকে গ্রেপ্তার করে হুগলি জেলার পুলিশ। তাঁর আরও অভিযোগ, এভাবে ভোটের আগে বিজেপি নেতাদের একের পর এক গ্রেপ্তার করে পুলিশ সাধারণ কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে৷ এভাবে শাসকদলকে সহজেই ডায়মন্ড হারবার কেন্দ্রে জেতাতে চাইছে পুলিশ৷ যদিও বিজেপির জেলা সহ-সভাপতির এই অভিযোগ উড়িয়ে দিয়ে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ উমাপদ পুরকাইত৷ তিনি বলেন, ‘‘প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। পুলিশ প্রশাসনও এখন রাজ্য সরকারের অধীনে নয়৷ নির্বাচন কমিশনের আওতায়। কমিশনের নির্দেশ মতোই পুলিশ কাজ করছে। বিজেপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে তৃণমূল কংগ্রেসের ভূমিকা রয়েছে বলে অপপ্রচার করা হচ্ছে। আসলে বিজেপির পায়ের তলায় মাটি নেই। তারা হেরে যাবে বুঝতে পেরেই এইসব অপপ্রচার চালাচ্ছে। সাধারণ মানুষই গতবারের তুলনায় আরও বেশি ব্যবধানে ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়ী করবেন৷’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.