গোবিন্দ রায়: সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল না পুলিশ। তাঁদের যুক্তি, জনসংযোগ কর্মসূচির জন্য বিজেপির পক্ষ থেকে কোনওরকম অনুমতি চাওয়া হয়নি। তারা শুধুমাত্র একটি ইন্টিমেশন (ইঙ্গিত) দেওয়া হয়েছিল। ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যাওয়ার কথা জানানোর পরই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছিলেন বছরের শেষ দিনে তিনিও যাবেন। সেই মতো কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল বিজেপির তরফে। পুলিশকে চিঠিও দেওয়া হয় বলে বিজেপি সূত্রে খবর। তবে মিলল না সভার অনুমতি। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, “আমাদের দলের সদস্যপদ অভিযান কর্মসূচি চলছে। তার সঙ্গে রয়েছে জনসংযোগ কর্মসূচি। মানুষ শুভেন্দু অধিকারীর মতো নেতাকে পেলে তাঁর বক্তব্য শুনতে চায়। সেই জন্যই একটি ছোট সভার আয়োজন করা হয়েছিল। আমরা পুলিশকে ইন্টিমেশন দিয়েছি, তার রিসিভ কপি ও সভাস্থলের এনওসিও আমাদের কাছে রয়েছে।”
তবে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর মেহেদী হোসেন রহমান বলেন, “বিজেপির পক্ষ থেকে কোনও ধরনের জনসংযোগের অনুমতির আবেদন পত্র আমাদের কাছে জমা পড়েনি। তারা শুধু আমাদেরকে একটি ইন্টিমেশন দিয়েছেন। পাশাপাশি কোন মাঠে সেই সভা হবে, সেখানকার এনওসি-সহ প্ল্যানিং এবং কত মানুষের উপস্থিতি সেই সভায় থাকবে তা বিজেপির তরফে সুস্পষ্ট করা হয়নি। তার ফলেই আমাদের তরফে কোনওরকম অনুমতি বিজেপিকে দেওয়া হয়নি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.