রঞ্জন মহাপাত্র, কাঁথি: ধর্ষণের অভিযোগ নিতে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদ করায় তৃণমূল নেতাকে থানার লকআপে ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে(Bhagabanpur) রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের।
পূর্ব মেদিনীপুরের ভগবানপূর থানার পূর্ববার গ্রামের বাসিন্দা বছর নয়েকের এক নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয় বলেই অভিযোগ। প্রতিবেশী এক যুবক হাত, চোখ ও মুখ বেঁধে ধর্ষণ করে বলেই দাবি নির্যাতিতা। ঘটনাটি জানাজানি হওয়ার পর ভগবানপুর থানার দ্বারস্থ হন নাবালিকার পরিবারের লোকজন। অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নিতে কার্যত অস্বীকার করে বলেই অভিযোগ। সেকথা শুনে তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ আখতার রহমান থানায় যান। অভিযোগ, পুলিশ তাঁর সঙ্গে দুর্ব্যবহার। থানার লকআপে ঢুকিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়।
পুলিশি অত্যাচারে তাঁর মাথা ফেটে যায় বলেই দাবি। আহত পঞ্চায়েত সদস্যকে প্রথমে ভাগবনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদে সরব স্থানীয়রা। ভগবানপুরে রাস্তার উপরে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তার ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যানজটও তৈরি হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.