Advertisement
Advertisement
Purulia

বর্ষশেষের রাতে পুরুলিয়ায় দুর্ঘটনার কবলে DSP-সহ পুলিশকর্মীরা, মৃত্যু এক কনস্টেবলের

বেপরোয়া গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সজোরে ধাক্কা মারলে আহত হন ৫ জন।

Police constable died after a car with high speed pushed DSP and other police on duty at Purulia | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:January 1, 2024 10:15 am
  • Updated:January 1, 2024 10:22 am

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: নতুন বছরকে স্বাগত জানাতে রাতেই চলছিল উদযাপন। আনন্দের অনুষ্ঠানে তাল কাটল দুর্ঘটনা। পুরুলিয়ার (Purulia) রাঘবপুর মোড়ে দুর্ঘটনার কবলে পড়লেন খোদ ডিএসপি (DSP)। বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় কর্তব্যরত পুলিশ আধিকারিক ও কর্মীদের। রাতদুপুরে এই দুর্ঘটনায় গুরুতর আহত হন ডিএসপি-সহ পাঁচ পুলিশ। সোমবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় এক কনস্টেবলের। বাকিদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনার জেরে রাতে রাঘবপুর মোড় এলাকায় যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি ছিল। পরে তা স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় আহত পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে গেলেন তৃণমূল কর্মীরা।

রবিবার রাতে পুরুলিয়ার দেশবন্ধু রোডে একদিকে তৃণমূল (TMC) কার্যালয়ে চলছিল দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। অন্যদিকে বর্ষবরণের (New Year Celebration) জন্য ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এই অবস্থায় পুরুলিয়া রাঘবপুর মোড়ের যান নিয়ন্ত্রণে কাজ করছিলেন পুরুলিয়ার DSP ট্রাফিক, সাব ইন্সপেক্টর সহ পাঁচ পুলিশকর্মী। সেই সময় একটি বেপরোয়া গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে কর্তব্যরত (On duty) পুলিশ আধিকারিকদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পাঁচ জন।

Advertisement

[আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে JN.1, সাড়ে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ দেশে একদিনে আক্রান্তের সংখ্যা]

এদিকে তৃণমূল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সেরে ফিরছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো-সহ অন্যান্য নেতা, কর্মীরা। তাঁদের উদ্যোগে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত পুলিশকর্মীদের মধ্যে বাবলু গড়াই নামে একজনের অবস্থায় অত্যন্ত সংকটজনক ছিল। তাঁকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই ভোরে তাঁর মৃত্যু হয়েছে।

[আরও পড়ুন: বছর শেষেও বিপাকে হেমন্ত সোরেন, ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে তলব ইডির]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়িটি সরকারি আবগারি দপ্তরের। তবে তাতে চালক ছাড়া কোনও সরকারি অধিকারিক ছিলেন না। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement