Advertisement
Advertisement
Police

ষষ্ঠীর ভোরে সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর

কী কারণে চরম পদক্ষেপ পুলিশকর্মীর, তা স্পষ্ট নয়।

Police constable attempt to suicide in Jalpaiguri । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:October 20, 2023 8:42 am
  • Updated:October 20, 2023 1:39 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: ষষ্ঠীর ভোরে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের। জলপাইগুড়ি পুলিশ লাইনের রেসকোর্স পাড়ার সরকারি আবাসনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

রঞ্জিত রাজবংশী, জলপাইগুড়ি জেলা পুলিশে কর্তব্যরত কনস্টেবল। জলপাইগুড়ি জেলা জজের নিরাপত্তারক্ষী ছিলেন। জলপাইগুড়ি পুলিশ লাইনের রেসকোর্স পাড়ার সরকারি আবাসনে থাকতেন। শুক্রবার সকালে জের সার্ভিস রিভলবার থেকে গুলি চালান। গুলির শব্দে আশপাশের প্রায় সকলেই চমকে ওঠেন।

Advertisement

[আরও পড়ুন: রেকর্ড ভেঙে চতুর্থীতে সাড়ে ৭ লক্ষ যাত্রী আনাগোনা, কোন মেট্রো স্টেশনে বেশি ভিড়?]

রঞ্জিতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে প্রথমে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক।

উৎসবের মরশুমে কেন রঞ্জিত এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট নয়। পারিবারিক নাকি কর্মক্ষেত্রে কোনও সমস্যায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই কনস্টেবল, তা খতিয়ে দেখা হচ্ছে। রঞ্জিতের পরিবারের লোকজন এবং সহকর্মীদের সঙ্গে কথা বলে আসল কারণ খুঁজে বের করার চেষ্টায় তদন্তকারীরা।

[আরও পড়ুন: মহাপঞ্চমীর সন্ধ্যায় অঘটন, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পুজো মণ্ডপ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement