Advertisement
Advertisement

Breaking News

Bhupatinagar

ফের উত্তপ্ত ভূপতিনগর! বিধায়কের কার্যালয়ে ঢুকে বিজেপি কর্মীদের পুলিশি ‘হেনস্তা’

কী বলছে পুলিশ?

Police BJP MLA verbal spat in Bhupatinagar

ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির কার্যালয়ে ঢুকে কর্মীদের হেনস্তার অভিযোগ। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:April 8, 2024 11:45 pm
  • Updated:April 8, 2024 11:46 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ফের উত্তপ্ত ভূপতিনগর! এবার ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির কার্যালয়ে ঢুকে কর্মীদের হেনস্তার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে নতুন করে উত্তেজনা ছড়ায় ভূপতিনগর এলাকায়। উল্লেখ্য, দিন কয়েক আগে গ্রামে এনআইএ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল ভূপতিনগর।

বিজেপির অভিযোগ, কোনও কারণ ছাড়াই ভূপতিনগরের এসসি মোর্চার মণ্ডল সভাপতি রাজশেখর বরকে আটক করে পুলিশ। তার পর বিধায়ক কার্যালয়ে ঢুকে কর্মীদের হেনস্তা করা হয়। সার্চ ওয়ারেন্ট ছাড়া ওসি গোপাল পাঠকের নেতৃত্বে পুলিশ বিধায়ক কার্যালয়ে হানা দেওয়ায় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির সার্চ ওয়ারেন্ট দেখতে চান। তার পরেই পুলিশ বিধায়ক কার্যালয় থেকে বেরিয়ে যায়।

Advertisement

[আরও পড়ুন: ৬ মাস ধরে হামাসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত, অবশেষে পিছু হটছে ইজরায়েল সেনা?]

এ প্রসঙ্গে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, “পুলিশ তৃণমূলের নির্দেশে বিজেপির মণ্ডল সভাপতিকে কোনও কারণ ছাড়াই তুলে নিয়ে যায়। তাছাড়া কোনও ওয়ারেন্ট ছাড়া বিধায়ক কার্যালয়ে ঢুকে পুলিশ কর্মীদের হেনস্তা করে। সার্চ ওয়ারেন্ট দেখাতে বলতে ওসি কার্যালয়ের বাইরে যান।” তাঁর আরও অভিযোগ, আসলে পুলিশের পোশাক পরে ওসি তৃণমূলের হয়ে কাজ করছে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এক আসামী বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়ে। তাকে ধরতেই পুলিশ কার্যালয়ে যায়।

[আরও পড়ুন: কংগ্রেসের পর সিপিএম, ভোটের আগে প্রায় ৫ কোটি টাকা ফ্রিজ আয়কর দপ্তরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement