দেবব্রত মণ্ডল, বারুইপুর: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশের পরই নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষক ও শিক্ষিকাদের মারধরের ঘটনায় জারি ধরপাকড়। গ্রেপ্তার দুই তৃণমূল কর্মী। মহেশ্বর নাড়ু ও সোনু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা তৃণমূল কর্মী। এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলেই দাবি ধৃতদের।
শনিবার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে হানা দেয় ৫০-৬০ জনের একটি দল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, স্কুলের টির্চাস রুমে ঢুকে শিক্ষক শিক্ষিকারদের মারধর করা হচ্ছে। ভাঙা হয়েছে মোবাইল। মেঝেয় ছড়িয়ে কাগজপত্র। শিক্ষিকাদের কাঁদতেও দেখা গিয়েছে। স্কুলের ভিতরে কার্যত আটকে পড়েন তাঁরা। শেষপর্যন্ত নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রধান শিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ জানান আক্রান্ত শিক্ষক-শিক্ষিকারা। যদিও প্রধান শিক্ষক ঘটনার কথা অস্বীকার করেন। এই ঘটনায় রিপোর্ট তলব করেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার পরদিনই গ্রেপ্তার দুই অভিযুক্ত। যদিও ধৃতরা নিজেদের নির্দোষ বলেই দাবি করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.