Advertisement
Advertisement
Bhatar bank manager kidnapping case

ব্যাংক ম্যানেজার অপহরণ কাণ্ডে গ্রেপ্তার ২ অভিযুক্ত, উদ্ধার ৩ লক্ষ ৯২ হাজার টাকা

ব্যাংকে যাওয়ার সময় চারচাকা গাড়ি আটকে ম্যানেজারকে অপহরণ করা হয়।

Police arrests two person in Bhatar bank manager kidnapping case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 28, 2023 8:57 pm
  • Updated:July 28, 2023 8:57 pm  

ধীমান রায়, কাটোয়া: পূর্ব বর্ধমানের ভাতারে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে চার লক্ষ টাকা মুক্তিপণ আদায় কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল শেখ হীরা এবং আজিবুল শেখ। তাদের মধ্যে শেখ হীরার বাড়ি মঙ্গলকোটের কল্যাণপুর গ্রামে। আজিবুল মঙ্গলকোটের মাহার্তুবা গ্রামের বাসিন্দা। তাদের বৃহস্পতিবার রাতে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। ভাতার থানার ওসি অরুণ কুমার সোম জানান, ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ লক্ষ ৯২ হাজার টাকা।

বুধবার সকাল পৌনে দশটা নাগাদ মঙ্গলকোটের কাশেমনগরে ব্যাংকে যাওয়ার সময় চারচাকা গাড়ি আটকে শ্যামাশিষ হাজরা নামে ভাতার বাজারের বাসিন্দা ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়। তাকে ভাতারের এরুয়ার গ্রামে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে প্রায় চার ঘন্টা ধরে আটকে রাখা হয়। শ্যামাশিষবাবুর কাছে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শেষে দরাদরি করে শ্যামাশিষবাবু চার লক্ষ টাকা দিতে রাজি হন। সেই টাকা ব্যাংক থেকে নিয়ে আসার কথা হয়। এরপর অপহরণকারীদের একজন ওই ভাড়াগাড়ির চালক শেখ হীরাকে বাইকে চাপিয়ে এরুয়ার থেকে কাশেমনগর যায়।

Advertisement

[আরও পড়ুন: জারি ধরপাকড়, ডায়মন্ড হারবারে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ খোকা ইলিশ]

শ্যামাশিষবাবু তার আগেই ফোনে ব্যাংক কর্মীদের বলে রেখেছিলেন। ওই ব্যাংক থেকে চার লক্ষ টাকা তুলে শেখ হীরা ও তার সঙ্গে থাকা একজনের হাতে দেওয়া হয়। টাকা নিয়ে ফিরে আসার পর শ্যামাশিষবাবুকে ছাড়া হয়। বুধবার দুপুর প্রায় দুটো নাগাদ মুক্তি পাওয়ার পর শ্যামাশিষবাবু ওদিন রাতে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, মঙ্গলকোটের একটি চারচাকা গাড়ি ভাড়া করে ভাতার থেকে রোজ ব্যাংকে যাতায়াত করতেন শ্যামাশিষ হাজরা ও ভাতার বাজারের বাসিন্দা আরও এক ব্যাংক কর্মী। ঘটনার সময় ওই ব্যাংক কর্মীও ছিলেন।

ভাড়াগাড়িটির চালক হলেন হীরা শেখ। এই অপহরণ ও টাকা আদায়ের ঘটনায় প্রথম থেকেই শেখ হীরার প্রতি সন্দেহ ছিল শ্যামাশিষবাবুর। ভাতার থানায় শেখ হীরার বিরুদ্ধেও অভিযোগ জানান। পুলিশ বৃহস্পতিবার রাতে শেখ হীরা ও আজিবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৪ লক্ষ টাকার মধ্যে ৩ লক্ষ ৯২ হাজার টাকা উদ্ধার করেছে। আটক করা হয়েছে চারচাকা গাড়িটিও। একটি বাইকও আটক করা হয়েছে।

[আরও পড়ুন: নদী সত্যি সমুদ্রে মেশে? উত্তরের খোঁজে বাড়িতে না জানিয়ে নৌকায় পাড়ি ৪ কিশোরের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement