Advertisement
Advertisement
Arms

পুজোর মুখে অস্ত্রপাচারের পর্দাফাঁস, হাতেনাতে গ্রেপ্তার ৪ দুষ্কৃতী

গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের বাড়ি থেকে উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র।

Police arrests four person in arms smuggling case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 9, 2023 2:42 pm
  • Updated:October 9, 2023 2:42 pm  

সুবীর দাস, কল্যাণী: পুজোর মুখে অস্ত্রপাচারের পর্দাফাঁস। নদিয়ার কল্যাণী থেকে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের বাড়ি থেকে উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র।

ধৃতরা হল নবগ্রাম শ্মশান এলাকার বাসিন্দা খুদু মিস্ত্রি ওরফে জটু, রঞ্জন সরকার ওরফে পটা এবং মাঝেরচর সত্যপল্লির রাহুল মাঝি ও অতীন শিউলি। সকলকেই কল্যাণী থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সন্ধে নাগাদ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীর বাড়ি থেকে উদ্ধার হয় ৯টি আগ্নেয়াস্ত্র-সহ ৩৯ রাউন্ড গুলি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রগুলির মধ্যে রয়েছে একটি সেভেন এমএম পিস্তল-সহ ৩ রাউন্ড গুলি, ৬টি হ্যান্ডমেড পিস্তল, চারটে ওয়ান শাটার-সহ ১৩ রাউন্ড গুলি।

Advertisement

[আরও পড়ুন: কোটি টাকা খরচে বসানো ‘স্কাডা’ অকেজো! DVC-র জলে বানভাসি নিম্ন দামোদর এলাকা]

রানাঘাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার শেখ জাবেদ হোসেন জানান, অস্ত্রপাচারের সঙ্গে আর কারা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এত আগ্নেয়াস্ত্র আনার উদ্দেশ্যই বা কী? কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে রানাঘাট পুলিশ জেলা ও কল্যাণী থানার পুলিশ।

[আরও পড়ুন: কানে হেডফোন দিয়ে মাছ ধরতে যাওয়ার পথে দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement