Advertisement
Advertisement

Breaking News

Purulia's TMC leader murder case

লাখ টাকার বিনিময়ে গুলি! আদ্রায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও ১ শুটার

মধ্যপ্রদেশে গা ঢাকা দিয়েও হল না লাভ।

Police arrests another shooter in Purulia's TMC leader murder case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 30, 2023 10:16 am
  • Updated:July 30, 2023 10:16 am  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: রেল শহর আদ্রায় তৃণমূল নেতা খুনে আরও এক শুটার গ্রেপ্তার। মধ্যপ্রদেশের উজ্জয়নী থেকে তাকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে পুরুলিয়া নিয়ে আসা হয়েছে। রবিবার তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হবে। রেলশহর আদ্রার তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে খুনে দুই শুটার-সহ ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। আরেকজন শুটারের খোঁজে তল্লাশি শুরু করেছে এই খুনের ঘটনায় গঠিত সিট।

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “মধ্যপ্রদেশের উজ্জয়নী থেকে এই শুটারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।” খুনের ঘটনার দিন মধ্যরাতেই দু’জনকে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজে তারপরের দিনই তিনজন শুটারকে চিহ্নিত করে নিয়েছিল পুলিশ। তারপর এই ঘটনায় মাস্টারমাইন্ড তথা রেলের সিন্ডিকেটের মাথাকেও খুনের ঘটনার পাঁচ দিনের মাথায় গ্রেপ্তার করে নেয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অবধেশ পাণ্ডে। তার বাড়ি বিহারের গোপালগঞ্জ জেলার কেটিয়া থানার ডিগবাই গ্রামে। আগের ধৃত শুটার রত্নেশকুমার পাণ্ডেরও বাড়ি ছিল এই গ্রামে। ধৃত একটি কোম্পানিতে ওয়েল্ডিং ফোরম্যানের কাজ করত। এই ধৃত দুই শুটার এক লাখ টাকা করে দু’লাখ টাকার জন্য এই তৃণমূল নেতাকে খুন করে বলে অভিযোগ। এই শুটারদের কে টাকা দিত সেই বিষয়গুলি তদন্তের স্বার্থে এখনই জানাতে চায়নি পুলিশ। ধৃত দুই শুটারকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। পুরুলিয়া জেলা পুলিশের একটি টিম মধ্যপ্রদেশে কয়েকদিন থেকে ওই শুটারকে গ্রেপ্তার করতে পারে।

[আরও পড়ুন: এখনও কাটেনি সংকট, কেমন আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী?]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট তিন শুটার ওই তৃণমূল নেতাকে খুন করার জন্য রেল শহর আদ্রাতে প্রায় দেড় মাস ভাড়া নিয়েছিল। দুই শুটার অতীতেও কোনরকম খুনের ঘটনায় জড়িত কিনা এই বিষয়গুলিও জানার চেষ্টা হচ্ছে। গত সপ্তাহে বিহার থেকে ধৃত রত্নেশকুমার পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করেই এই দ্বিতীয় শুটারের খোঁজ পায় পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের আশা, খুব শীঘ্রই আরেকজন ধরা পড়বে। গত ২২ জুন রেলশহর আদ্রার পুরাতন বাজারে নিজের দলীয় কার্যালয়ে খুন হয়ে যান আদ্রা শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে। ওই রাতেই গ্রেফতার হন দু’জন। এরপর ২৫ জুন এই খুনের ঘটনায় স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন হয়। ২৭ জুন খুনের মাস্টারমাইন্ড তথা আদ্রার সিন্ডিকেটের মাথাকে বিহারের জামুই থেকে গ্রেপ্তার করে।

[আরও পড়ুন: ‘২০২৬-এ নতুন দল গড়ব’, তৃণমূলের ‘শোকজ’ নোটিস পেয়েই হুঙ্কার হুমায়ুনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement