Advertisement
Advertisement

Breaking News

উত্তরবঙ্গে রাভা জঙ্গিগোষ্ঠীর দুই সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ

কারা এই রাভা ন্যাশনাল লিবারেশন ফোর্স?

Police arrested two members of Rabha 'militants' in the north bengal

প্রতীকী ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 1, 2018 5:30 pm
  • Updated:August 1, 2018 9:22 pm  

বিক্রম রায়, আলিপুরদুয়ার: গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুরদুয়ার থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার বনচুকামারি থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃত দুই জঙ্গির নাম গঙ্গারাম রাভা ও সহযোগী রাভা৷ ধৃতরা নিষিদ্ধ রাভা ন্যাশনাল লিবারেশন ফোর্সের সদস্য বলে জানতে পেরেছে পুলিশ৷ 

[দারিদ্র্যই আর্শিবাদ! মাতৃদুগ্ধের স্বাদ পাচ্ছে উলুবেড়িয়ার কয়েক হাজার শিশু]

কারা এই রাভা ন্যাশনাল লিবারেশন ফোর্স? রাভা একটি উপজাতি৷ এরা মূলত অসম, মেঘালয়, কোচবিহার-সহ উত্তরবঙ্গের কিছু অংশে ছড়িয়ে৷ এদের দাবি, রাভা হাসং তৈরি৷ রাভা হাসং মূলত, স্বশাসিত এলাকা৷ উত্তর-পূর্ব ভারতের একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতো রাভারাও তাঁদের দাবিতে সশস্ত্র পথ নিয়েছে৷ ছোট সংগঠন৷ উলফার সঙ্গে তাদের যোগ প্রবল৷ পরেশ বড়ুয়ার সংগঠনই রাভা ন্যাশনাল সিকিউরিটি ফোর্স (আরএনএফ)-কে অস্ত্র দেয়৷ গোয়ালপাড়া, ধুবুড়ি সহ নাম্নী অসমে এরা ছড়িয়ে৷ এই এলাকায় আবার বোড়ো জঙ্গিরা বিশেষ শক্তিশালী৷ এনডিএফবি (সংবিজিৎ) তাদের মধ্যে ভয়ঙ্কর৷ তবে, রাভা সশস্ত্র সংগঠন মূলত ছোট অপহরণ ও ছোটখাট বিস্ফোরণে জড়িত থাকার ইতিহাস রয়েছে৷

Advertisement

[সৎ বাবার অত্যাচারে স্কুলে আত্মহত্যার চেষ্টা শিশুকন্যার, গ্রেপ্তার দম্পতি]

পুলিশ জানিয়েছে, গঙ্গারাম রাভার বাড়ি অসমের কোকড়াঝাড়ে৷ সে বনচুকামারিতে সহযোগীর বাড়িতে এসেছিল৷ ধৃত জঙ্গিদের আজ আলিপুরদুয়ার আদালতে তুলে ১০ দিনের জন্য হেফাজতে চাইছে আলিপুরদুয়ার পুলিশ। জানা গিয়েছে, ভুটানের জঙ্গলে ২৭ নম্বর ব্যাচে এরা জঙ্গি প্রশিক্ষণ দেয় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে৷ ধৃত দুই জঙ্গি আলিপুরদুয়ারে ২০১৬ সালে শহর লাগোয়া পাটকা পাড়া এলাকার ব্যবসায়ী উদয় সাহা অপহরণ কাণ্ডে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়। ধৃতরা বন্য জন্তুর দেহাংশ পাচার কাণ্ডের সঙ্গেও যুক্ত থাকতে পারে বলে অনুমান পুলিশের৷  আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদব বলেন, ‘‘আমরা দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছি৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নানান তথ্য সন্ধানের কাজ শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করা হয়েছে৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement