প্রতীকী ছবি।
বিক্রম রায়, আলিপুরদুয়ার: গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুরদুয়ার থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার বনচুকামারি থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃত দুই জঙ্গির নাম গঙ্গারাম রাভা ও সহযোগী রাভা৷ ধৃতরা নিষিদ্ধ রাভা ন্যাশনাল লিবারেশন ফোর্সের সদস্য বলে জানতে পেরেছে পুলিশ৷
কারা এই রাভা ন্যাশনাল লিবারেশন ফোর্স? রাভা একটি উপজাতি৷ এরা মূলত অসম, মেঘালয়, কোচবিহার-সহ উত্তরবঙ্গের কিছু অংশে ছড়িয়ে৷ এদের দাবি, রাভা হাসং তৈরি৷ রাভা হাসং মূলত, স্বশাসিত এলাকা৷ উত্তর-পূর্ব ভারতের একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতো রাভারাও তাঁদের দাবিতে সশস্ত্র পথ নিয়েছে৷ ছোট সংগঠন৷ উলফার সঙ্গে তাদের যোগ প্রবল৷ পরেশ বড়ুয়ার সংগঠনই রাভা ন্যাশনাল সিকিউরিটি ফোর্স (আরএনএফ)-কে অস্ত্র দেয়৷ গোয়ালপাড়া, ধুবুড়ি সহ নাম্নী অসমে এরা ছড়িয়ে৷ এই এলাকায় আবার বোড়ো জঙ্গিরা বিশেষ শক্তিশালী৷ এনডিএফবি (সংবিজিৎ) তাদের মধ্যে ভয়ঙ্কর৷ তবে, রাভা সশস্ত্র সংগঠন মূলত ছোট অপহরণ ও ছোটখাট বিস্ফোরণে জড়িত থাকার ইতিহাস রয়েছে৷
পুলিশ জানিয়েছে, গঙ্গারাম রাভার বাড়ি অসমের কোকড়াঝাড়ে৷ সে বনচুকামারিতে সহযোগীর বাড়িতে এসেছিল৷ ধৃত জঙ্গিদের আজ আলিপুরদুয়ার আদালতে তুলে ১০ দিনের জন্য হেফাজতে চাইছে আলিপুরদুয়ার পুলিশ। জানা গিয়েছে, ভুটানের জঙ্গলে ২৭ নম্বর ব্যাচে এরা জঙ্গি প্রশিক্ষণ দেয় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে৷ ধৃত দুই জঙ্গি আলিপুরদুয়ারে ২০১৬ সালে শহর লাগোয়া পাটকা পাড়া এলাকার ব্যবসায়ী উদয় সাহা অপহরণ কাণ্ডে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়। ধৃতরা বন্য জন্তুর দেহাংশ পাচার কাণ্ডের সঙ্গেও যুক্ত থাকতে পারে বলে অনুমান পুলিশের৷ আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদব বলেন, ‘‘আমরা দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছি৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নানান তথ্য সন্ধানের কাজ শুরু হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করা হয়েছে৷’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.