Advertisement
Advertisement

Breaking News

Police arrested a woman from Murshidabad in drug peddling case

কাঁধের ব্যাগে ভরে মাদক ‘পাচার’, মুর্শিদাবাদে হাতেনাতে গ্রেপ্তার লাস্যময়ী

ব্যাগ থেকে বাজেয়াপ্ত হয় প্রায় ৭৫৯ গ্রাম হেরোইন।

Police arrested a woman from Murshidabad in drug peddling case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 30, 2023 1:21 pm
  • Updated:March 30, 2023 1:21 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: কাঁধে ব্যাগ। হাবভাব বেশ সন্দেহজনক। তার ব্যাগে তল্লাশি চালিয়ে কার্যত হতভম্ব পুলিশ। উদ্ধার বিপুল পরিমাণ হেরোইন। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বহরমপুর আদালতে তোলা হবে।

ধৃত বছর চব্বিশের মরিওম খাতুন। পুলিশ সূত্রে খবর, বুধবার উত্তরবঙ্গের দিক থেকে বাসে ওঠে তরুণী। বীরভূমের দিকে যাচ্ছিল সে। কিন্তু ডাকবাংলা আসার আগেই তারাপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস থেকে নেমে পড়ে। টোটো ধরে ডাকবাংলা যাওয়ার পথে গোপন খবরের ভিত্তিতে সামশেরগঞ্জ থানার পুলিশ তারাপুর সংলগ্ন এলাকায় তরুণীকে আটক করে। তার ব্যাগে তল্লাশি চালিয়ে হতবাক হয়ে যায় পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: দেশে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজারের বেশি, উদ্বেগ বাড়তেই নয়া নির্দেশিকা WHO’র]

ব্যাগ থেকে বাজেয়াপ্ত হয় প্রায় ৭৫৯ গ্রাম হেরোইন। গ্রেপ্তার করা হয় মরিওম খাতুনকে। হেরোইন বীরভূমে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে তাকে। তরুণীকে হেফাজতে নিয়ে হেরোইন চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে, তরুণীর হেরোইন পাচারের খবর জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদে।

[আরও পড়ুন: ‘নেতাদের নাম বলতে বাধ্য করছে কেন্দ্রীয় এজেন্সি’, বিস্ফোরক দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement