Advertisement
Advertisement

সীমান্তে জাল ভোটার কার্ড তৈরির কারবারের পর্দাফাঁস, ধৃত যুবক

ঘটনায় যুক্ত দালালচক্রের সন্ধান শুরু করেছে পুলিশ৷

police arrest youth for making fake voter cards at bongaon
Published by: Kumaresh Halder
  • Posted:December 7, 2018 4:48 pm
  • Updated:December 7, 2018 5:16 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: জাল ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স তৈরির রমরমা কারবারের পর্দাফাঁস করল পুলিশ৷ নির্বাচন কমিশনের দেওয়া ভোটার কার্ড থেকে লোগো তুলে নিয়ে নকল কার্ড বানিয়ে রমরমা কারবার চলছিল বনগাঁয়৷ বনগাঁ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাইকপাড়া এলাকায় হানা দিয়ে অরূপ বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করে৷ ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর জাল ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন ব্যক্তির ছবি৷ এক সঙ্গে উদ্ধার হয়েছে কয়েকটি এটিম কার্ড ও আধার কার্ড, কম্পিউটার, প্রিন্টার ও বনগাঁ পুরসভার জাল ট্রেড লাইসেন্স৷

[সীমান্তে ৬৪০ লিটার ভেজাল দুধ উদ্ধার, পুলিশের জালে চক্রের তিন পাণ্ডা]

ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, প্রায় এক বছর ধরে নিজের বাড়িতে বসে এই কাজ করত অভিযুক্ত ওই যুবক৷ বিভিন্ন এলাকা থেকে দালাল মারফত ওই জাল কার্ড তৈরি করবার জন্য অর্ডার আসত। সম্প্রতি, বনগাঁ আদালতের কিছু মুহুরিরাও তাকে জাল ভোটার কার্ড তৈরি বরাত দিতে থাকে৷ কার্ড পিছু তাকে মোটা টাকা দিত ওই দালাল, মুহুরিরা। পুলিশি জেরায় ধৃত ওই যুবক আরও জানিয়েছে, প্রথমে একটি কার্ড স্ক্যান করে নেওয়া হত৷ স্ক্যান কপিতে ছবি বদলে, নাম বদলে দেওয়া হত৷ এরপর মৃত মানুষ কিংবা দালালদের দেওয়া কোন কার্ডের সিল তুলে নিয়ে জাল কার্ডে বসিয়ে তা ল্যামিনেশন করে দেওয়ার কাজ চলত৷ মূলত, মুহুরিরাই এই কাজে তাকে উৎসাহ দেয় বলে পুলিশি জেরায় জানিয়েছে ধৃত ওই যুবক৷

Advertisement

[সিবিআই তদন্তের দাবিতে ফের দাড়িভিট স্কুলের গেটে তালা অভিভাবকদের]

জানা গিয়েছে, কয়েক মাস আগে সৌরভ বিশ্বাস নামে এক যুবককে জাল ভোটার কার্ড, আধার কার্ড-সহ গ্রেপ্তার করে পুলিশ৷ উদ্ধার হয় প্রচুর জাল কার্ড৷ বনগাঁ মহকুমা আদালত চত্বরে এক অংশের অসাধু ব্যক্তি, মুহুরিরা এই জাল ভোটার কার্ড ও আধার কার্ড তৈরির কারবারের সঙ্গে যুক্ত৷ বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে এসে অনেকেই মোটা টাকার বিনিময়ে দালালদের কাছ থেকে এই কার্ড কেনেন বলে জানা গিয়েছে৷ এরপর ওই জাল ভোটার কার্ড নিয়ে বাংলাদেশিরা ছড়িয়ে পড়ে ভারতের নানা প্রান্তে৷ শুক্রবার ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ৷ এই ঘটনার সঙ্গে যুক্ত দালাল ও মুহুরিদের সন্ধান শুরু করেছে পুলিশ৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement