Advertisement
Advertisement

Breaking News

সোশ্যাল মিডিয়ায় গুজব রটানোর অভিযোগ, গ্রেপ্তার যুবক

ধৃত ওই যুবক আমতলার বাসিন্দা৷

Police arrest a young man
Published by: Sayani Sen
  • Posted:February 11, 2019 9:17 pm
  • Updated:February 11, 2019 9:17 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শিশুচোর সন্দেহে গণপিটুনিতে প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে রবিবারই উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বিভিন্ন এলাকা৷ এই ঘটনার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃত ওই যুবক আমতলার বাসিন্দা৷ ওই যুবকই প্রথম ভিনরাজ্যে গণপিটুনিতে মৃত এবং আহতদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেই পুলিশসূত্রে খবর৷ ওই পোস্টের সূত্র ধরে অশান্তির আগুন জ্বলে ওঠে দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায়৷

বিধায়ক খুনের প্রতিবাদে রেল অবরোধ মতুয়াদের, বিপাকে নিত্যযাত্রীরা

শিশুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকালে প্রথমে উত্তেজনা ছড়ায় মগরাহাটের বাণীবেড়িয়ায়৷ কয়েকঘণ্টার মধ্যেই একই ইস্যুতে অশান্তির আগুন জ্বলে ওঠে আতাসুরা৷ প্রসঙ্গত, শনিবার রাতে বাণীবেড়িয়ায় এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর৷ কী কারণে তিনি ওই এলাকায় এসেছেন, সে বিষয়ে কোনও প্রশ্ন না করেই বেশ কয়েকজন তাঁকে মারধর করতে শুরু করেন৷ রক্তাক্ত অবস্থায় হাজারও কাকুতিমিনতি করেন তিনি৷ তবে কেউ তাতে কান দেয়নি৷ মারধরের জেরে অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি৷ কিছুক্ষণ পর মারাও যান তিনি৷ এরপর ধানখেতে দেহ ফেলে রেখে পালিয়ে যায় স্থানীয়রা৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ৷ এদিকে, আতাসুরাতেও গণপিটুনিতে জখম এক কিশোর-সহ তিনজন এখনও হাসপাতালে ভরতি৷ গণপিটুনির পর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় মগরাহাট থানার পুলিশ৷ জনরোষে আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশকর্মীও৷

Advertisement

দুর্ঘটনায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু, ময়ূরেশ্বরে পুলিশের উপর হামলা ক্ষুব্ধ জনতার

গণপিটুনির ঘটনার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ৷ ধৃত ওই যুবক আমতলার বাসিন্দা৷ ওই যুবকই প্রথম ভিনরাজ্যে গণপিটুনিতে মৃত এবং আহতদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে পুলিশসূত্রে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement