সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ময়নার গোড়ামহল গ্রামের বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে প্রথম গ্রেপ্তারি। ধৃতের নাম মিলন ভৌমিক। সে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় তাকে। আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
সোমবার বিকেলে ওই বিজেপি নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ। তারপরই মৃত্যু হয় বিজয়কৃষ্ণ ভুঁইয়ার। আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গল এবং বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা ময়না। বিজেপি বুধবার বন্ধও পালন করে। স্বামীর মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্ত্রী লক্ষ্মী।
ময়না থানায় ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। সেই তালিকায় ২৬ নম্বরে নাম ছিল মিলন ভৌমিক। বুধবার গভীর রাতে মিলনকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূলের দাবি, মিলনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বৃহস্পতিবার তমলুক আদালতে পেশ করা হয় ওই তৃণমূল নেতাকে। মিলন ভৌমিক বলেন, “আমি নির্দোষ। বিজেপি দীর্ঘদিন ধরে আমাকে ভোটে হারাতে পারেনি। তাই আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর চেষ্টা করছে।” আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.