চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র একটি টুইট ঘিরে বিতর্ক দেখা দিল আসানসোলে। বুধবার আসানসোলে মুম্বইয়ের প্রখ্যাত গায়ক শান এবং কেকের গানের অনুষ্ঠানে বাবুলকে আসার অনুমতি দেয়নি হীরাপুর থানার পুলিশ। অভিযোগ, উলটে শাসানো হয়েছে, অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় এলে অনুষ্ঠানের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজেই। আসানসোলের সাংসদের দাবি, সাতসকালে ঘুম থেকে তুলে ফোনে গায়ক শানকে অনুষ্ঠানের লাইন্সেস বাতিল করার হুমকি দিয়েছেন এক পুলিশ আধিকারিক। বুধবার রাতে এই বিস্ফোরক টুইটটি করেন বাবুল।
[ ডাউন শ্রীরামপুর লোকালে ধোঁয়া, আতঙ্কে ঝাঁপ যাত্রীদের]
উল্লেখ্য, একটি সোডা প্রস্তুতকারক কোম্পানির ওই অনুষ্ঠানটি রাজ্যজুড়েই চলছে। শান এবং কেকে ওই অনুষ্ঠানে গান করছেন। বুধবার আসানসোল পোলো ময়দানে অনুষ্ঠানটি হয়। বাবুলের দাবি, ওই অনুষ্ঠানে অতিথি হিসাবে আসার জন্য তাঁকে আমন্ত্রণ জানান শান। অনুষ্ঠানে যাবেন বলে মনস্থ করেছিলেন তিনি। এই খবর পেয়ে পুলিশ আয়োজকদের জানিয়ে দেন বাবুল সুপ্রিয় এলে অনুষ্ঠানের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। এমনকী শান নিজে এই বিষয়ে কথা বলতে চাইলে হীরাপুর থানা একই কথা জানায়। গোটা বিষয়টিকে পুলিশের হুমকি বলে অভিযোগ করে বাবুল টুইট করেন।
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ধরনের অনুষ্ঠানে কোন সেলিব্রিট উপস্থিত থাকবেন, তা দেখে অনুমতি দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে অনুষ্ঠানে অতিথি তালিকায় প্রথমে বাবুল সুপ্রিয়র নাম ছিল না। আর বাবুল যেহেতু সেলিব্রিটি তাই অনুমতি দেওয়া হয়নি। যদিও বাবুল অভিযোগ করছেন, অনুষ্ঠান করতে নয়, তিনি দেখতে যেতে চেয়েছিলেন। তিনি বলেন, এসব দেখে আর আসানসোল যাননি।কারণ অনুষ্ঠান বাতিল হয়ে যাক, সেটা চাননি। তবে এই ঘটনার জোরাল প্রতিবাদ করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
Am in Kolkata today•Thought of going to Asansol to watch the Concert of @singer_shaan &KK together, #No1YaariHai now• Shaan just called me to say that Police Officers woke him up frm sleep, threatening 2 cancel the license 2 the show if I go to watch it! Infuriated 😡😡 https://t.co/KD1No7Zt1x
— Babul Supriyo (@SuPriyoBabul) 3 October 2018
[ তরুণীকে যৌন হেনস্তা পরিবহণ দপ্তরের আধিকারিকের! চাঞ্চল্য বর্ধমানে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.