Advertisement
Advertisement

Breaking News

সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার যুবক

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় নদিয়ার নাকাশীপাড়ায়৷

Police allegedly arrested one person from Nakasipara
Published by: Tanujit Das
  • Posted:July 27, 2019 2:54 pm
  • Updated:July 27, 2019 2:54 pm  

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: প্রেমিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক৷ নদিয়ার নাকাশীপাড়া থানার বিক্রমপুর পঞ্চায়েতের সোনাডাঙা স্টেশন পাড়া থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে৷ অভিযুক্তের নাম সঞ্জিত সরকার৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷

[ আরও পড়ুন: স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে শ্বশুরবাড়ির সামনে এবার ধরনায় বসলেন বধূ ]

Advertisement

জানা গিয়েছে, শান্তিপুরের বাসিন্দা এক যুবতীর সঙ্গে গত দু’বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল ধৃত সঞ্জিত সরকার৷ যুবতী জানায়, সম্প্রতি সঞ্জিতের
মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন তিনি৷ প্রায়শই তাঁর নগ্ন ছবি চাইত সে৷ দিতে না চাইলে, আত্মহত্যা করবে বলে হুমকি দিত৷ এ নিয়ে একাধিকবার তাঁদের মধ্যে ঝামেলাও হয়৷ তবে একদিন নাজেহাল হয়ে প্রেমিককে হোয়াটসঅ্যাপে নগ্ন ছবি পাঠায় ওই যুবতী৷ তাঁর অভিযোগ, এরপরও কমে না সঞ্জিতের চাহিদা৷ প্রত্যেকদিনই নগ্ন ছবি চাইত সে৷ একটা সময় সন্দেহ হয় যুবতীর৷ খোঁজখবর নিতে শুরু করেন তিনি৷ এবং তারপরই সঞ্জিতের কুকর্মের পর্দাফাঁস হয়৷ তিনি জানতে পারেন, তাঁর নগ্ন ছবিগুলি সোশ্যাল মিড়িয়ায় ছড়িয়ে দিয়েছে সঞ্জিত৷ 

[ আরও পড়ুন: ‘বোতল ধরিয়ে দিলেই বুদ্ধিজীবীরা তৃণমূলের’, বিতর্কিত মন্তব্য সায়ন্তনের ]

জানা গিয়েছে, এরপরই শান্তিপুর থানায় সঞ্জিতের নামে অভিযোগ দায়ের করেন যুবতী৷ সাইবার সেলে প্রেমিকের নামে অভিযোগ দায়ের করেন তিনি৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ৷ এবং নদিয়ার নাকাশীপাড়া থানার বিক্রমপুর পঞ্চায়েতে সোনাডাঙা স্টেশন পাড়া থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সঞ্জিত সরকারকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement