Advertisement
Advertisement

মেয়ের নাবালিকা বান্ধবীকে ধর্ষণের অভিযোগে ধৃত এক ব্যক্তি, চাঞ্চল্য বনগাঁয়

অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব আক্রান্ত নাবালিকার পরিবার৷

Police allegedly arrested a person for rapeing a minor in Gaighata
Published by: Tanujit Das
  • Posted:September 6, 2019 5:09 pm
  • Updated:September 6, 2019 5:45 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মেয়ের নাবালিকা বান্ধবীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটা থানার অন্তর্গত পানসিলা এলাকায়৷ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ৷ ধৃতের নাম দুলাল দাস, বয়স ৪০৷ আদালতের নির্দেশে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারীরা৷

[ আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! রাতের ট্রেনে মহিলার শ্লীলতাহানির অভিযোগে ধৃত আরপিএফ কর্মী ]

Advertisement

জানা গিয়েছে, স্থানীয় কয়া জুনিয়র হাই স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে ধৃত দুলাল দাসের মেয়ে৷ আক্রান্ত নাবালিকাও তার ক্লাসেই পড়ে৷ বন্ধুত্বের সূত্র ধরেই পানসিলা এলাকায় বান্ধবীর বাড়িতে যাতায়াত ছিল ওই নাবালিকার৷ অভিযোগ, ঘটনার দিন ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে বান্ধবীর বাবা৷ শুধু ধর্ষণই নয়, নাবালিকার উপর পাশবিক অত্যাচার চালায় অভিযুক্ত৷ তাকে দেওয়া হয় প্রাণনাশের হুমকিও৷

[ আরও পড়ুন: ঔদ্ধত্য দেখাচ্ছেন মহুয়া! মুখ্যমন্ত্রীকে চিঠি ক্ষুব্ধ বিধায়কের ]

আক্রান্ত নাবালিকার পরিবার জানিয়েছে, অত্যাচার সহ্য করতে না পেরে, বাড়িতে ফিরে কাঁদতে থাকে সে৷ ভয়ে প্রথমে কিছু বলতে চায় না৷ তারপর পরিবারের লোকরা চেপে ধরলে মুখ খোলে মেয়েটি৷ সব কিছু খুলে বলে সে৷ ঘটনা জানতে পেরেই গাইঘাটা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আক্রান্ত নাবালিকার পরিবার৷ এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ শুক্রবার অভিযুক্তকে বনগাঁ আদালতে পেশ করে পুলিশ৷ তাকে হেফাজতে নেওয়ার পাশাপাশি আক্রান্ত নাবালিকার শারীরিক পরীক্ষারও ব্যবস্থা করেন তদন্তকারীরা৷ আদালতের নির্দেশে নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়৷ ইতিমধ্যে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে আক্রান্ত নাবালিকার পরিবার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement