Advertisement
Advertisement
নরেন্দ্র মোদি

‘দিদির অ্যাজেন্ডা পূরণ হয়েছে’, অমিত শাহের রোড শোয়ে হামলার অভিযোগে সরব প্রধানমন্ত্রী

বিদ্যাসাগর কলেজে হামলা প্রসঙ্গে শাসকদলকে আক্রমণ মোদির৷

Narendra Modi slams Mamata Banerjee's government
Published by: Tanujit Das
  • Posted:May 15, 2019 5:56 pm
  • Updated:May 15, 2019 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে কলকাতায় তৈরি হওয়া উত্তেজনা এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অভিযোগ করলেন, নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার যে হুমকি দিয়েছিলেন, দু’দিনের মধ্যে অমিত শাহের রোড শোতে হামলা চালিয়ে শাসকদলের সমর্থকরা তা বাস্তবে রূপান্তরিত করেছে৷

[ আরও পড়ুন: ‘দুর্গাপুজো সময়ে হবে, প্রয়োজন হলে মহরম পিছিয়ে দিন’, বেফাঁস মন্তব্যে বিতর্কে যোগী ]

Advertisement

বুধবার বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর সমর্থনে ভোটপ্রচারে আসেন প্রধানমন্ত্রী৷ মঙ্গলবার কলকাতার বিদ্যাসাগর কলেজের ঘটনা প্রসঙ্গকে টেনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি৷ বলেন, ‘‘কলকাতার ছবি পুরো দেশ দেখেছে৷ সমগ্র দেশে এই ঘটনার চর্চা হচ্ছে৷ এরাজ্যে বিজেপির যে ঝড় উঠেছে, তা দেখে ঘাবড়ে গিয়েছেন দিদি৷ দু’দিন আগেই দিদি ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন৷ সবার সামনে তাঁর অ্যাজেন্ডা ঘোষণা করেছিলেন৷ তারপর ২৪ ঘণ্টার মধ্যে অমিত শাহর রোড শোতে হামলা করল তৃণমূল৷’’ এখানেই শেষ নন প্রধানমন্ত্রী দাবি করেন, ‘‘বাংলায় জরুরি অবস্থার মতো অবস্থা তৈরি হয়েছে৷ ক্ষমতার নেশায় দিদি আপনি গণতন্ত্রের গলা টিপে মারছেন৷ আপনি ক্ষমতা ও জনতাকে আপনার গোলামে পরিণত করেছেন৷’’

[ আরও পড়ুন: জরায়ুর জটিল অস্ত্রোপচারে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম, সুস্থ মা ]

কেবল বিদ্যাসাগর কলেজই নয়, এদিনের ভাষণে বিজেপির যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে গ্রেপ্তারির বিষয়টিও টানেন নরেন্দ্র মোদি৷ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘দিদি আপনি তো নিজেই চিত্রকার৷ আপনি আমার একটা খারাপ ছবি আঁকুন৷ ২৩ মের পর আমি আবার প্রধানমন্ত্রী হলে, সেটা আমাকে দেবেন৷ আমি নিজের কাছে রেখে দেব৷’’ এরাজ্যে বিজেপি নেতাদের সভা করতে দিচ্ছে না সরকার৷ বহুবার এই অভিযোগ করেছে বিজেপি৷ এমনকী, মঙ্গলবার অমিত শাহের রোড শো নিয়েও জটিলতা তৈরি হয়৷ সেই প্রসঙ্গেও এদিন মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন নরেন্দ্র মোদি৷ বলেন, ‘‘এরাজ্যে জরুরি অবস্থার সময়কার পরিস্থিতি তৈরি হয়েছে৷ দিদি আপনি জনতার বিরুদ্ধে লড়ছেন৷ তাই জনতা চুপচাপ কমলে ছাপ দেবে৷’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement