Advertisement
Advertisement

Breaking News

PM Modi at Bengal

‘বাংলার মেয়ের’ পালটা ‘বাঙ্গাল কি বেটি’, তৃণমূলকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

দিল্লি ফিরে গেলেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi digs at TMC slogan
Published by: Paramita Paul
  • Posted:February 22, 2021 3:25 pm
  • Updated:February 23, 2021 9:07 am  

ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। রাজ্যে দখলে মরিয়া গেরুয়া শিবির। দলীয় কর্মসূচিতে রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি। দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোরও ভারচুয়ালি উদ্বোধন করেন তিনি। 

সন্ধে ৬.০০: দমদম বিমানবন্দর থেকে  দিল্লির উদ্দেশে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

বিকেল ৪.৫৫: দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মেট্রোর ভারচুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 

বিকেল ৪.৩২: আইনের শাসন স্থাপিত না হলে সোনার বাংলা তৈরি হবে না। 

বিকেল ৪.৩০: বাংলার পাটশিল্পের উন্নয়নের পক্ষে সওয়াল নরেন্দ্র মোদির। 

বিকেল ৪.২৬: শিল্প নিয়ে বাংলার সরকারকে কটাক্ষ প্রধানমন্ত্রীর। 

বিকেল ৪.১৯:  দেশের বিভিন্ন রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে জল  পৌঁছে দিতে ‘জল জীবন’ প্রকল্প চলছে। কিন্তু বাংলায় দেড়-দুকোটি ঘরে এই প্রকল্প পৌঁছে দেওয়ার কথা। কিন্তু মাত্র ৯ লক্ষ ঘরে এই জল পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর। 

বিকেল ৪.১৭: বিজেপি নতুন সোনার বাংলা গড়বে। যেখানে তোলাবাজি, দুর্নীতি থাকবে না।

বিকেল ৪.১৪: ভোট ব্যাংকের রাজনীতির জন্য বাংলা পিছিয়ে পড়েছে। এই ভোট ব্যাংকের রাজনীতির জন্য এ রাজ্যে দুর্গাপুজো হয় না, বিসর্জন করতে সমস্যায় পড়ে আমজনতা। বললেন মোদি।  

বিকেল ৪.১২: এদিনও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল বাংলার মণীষীদের কথা। 

বিকেল ৪:১০: মেট্রো প্রকল্পের সুবিধা পাবেন উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ একাদিক জেলার মানুষ।

বিকেল ৪.০৯: পূর্ব ফ্রেট করিডরের সুবিধা পাবে বাংলা। কিষান রেলের সুবিধা পাচ্ছেন এ রাজ্যের ছোট কৃষকরা। 

বিকেল ৪.০৭: আজ রেল-মেট্রো উপহার দেব। বললেন নরেন্দ্র মোদি।

বিকেল ৪.০৬: বাংলার মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। 

বিকেল ৪.০০: সভামঞ্চ থেকে বক্তব্য রাখছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দুপুর ৩.৫৫: ডানলপ ময়দানের সভামঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে ধনেখালির তাঁত দিয়ে অভ্যর্থনা জানাল বিজেপির রাজ্য নেতৃত্ব। 

দুপুর ৩.৫৪: ডানলপ ময়দানে সামান্য বিশৃঙ্খলা। উপস্থিত জনতাদের মধ্যে থেকে  জলের প্যাকেট ছোড়ার অভিযোগ।

দুপুর ৩.৫৩: সভামঞ্চ থেকে বক্তব্য রাখছেন বিজেপি নেতা মুকুল রায়।

দুপুর ৩.৫১: ডানলপ ময়দানের কাছে হেলিপ্যাডে নামছেন প্রধানমন্ত্রী। 

দুপুর ৩.৪৩: ডানলপের ময়দানে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী।

দুপুর ৩.৩৫: সাহাগঞ্জের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ রাজীব বন্দ্যোপাধ্যায়ের। সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কথায়, “তিনি (মমতা বন্দ্যোপাদ্যায়) যদি বড় গোলরক্ষক হন, তাহলে আমরাও বড় বড় স্ট্রাইকার।” 

দুপুর ৩.১৮:  কলকাতা বিমানবন্দরে পৌঁছল প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। অসম থেকে সরাসরি কলকাতা এলেন তিনি।

দুপুর ৩.০০: ডানলপের মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে তাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী দোলা সেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement