ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। রাজ্যে দখলে মরিয়া গেরুয়া শিবির। দলীয় কর্মসূচিতে রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি। দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোরও ভারচুয়ালি উদ্বোধন করেন তিনি।
সন্ধে ৬.০০: দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিকেল ৪.৫৫: দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মেট্রোর ভারচুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
বিকেল ৪.৩২: আইনের শাসন স্থাপিত না হলে সোনার বাংলা তৈরি হবে না।
বিকেল ৪.৩০: বাংলার পাটশিল্পের উন্নয়নের পক্ষে সওয়াল নরেন্দ্র মোদির।
বিকেল ৪.২৬: শিল্প নিয়ে বাংলার সরকারকে কটাক্ষ প্রধানমন্ত্রীর।
বিকেল ৪.১৯: দেশের বিভিন্ন রাজ্যে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দিতে ‘জল জীবন’ প্রকল্প চলছে। কিন্তু বাংলায় দেড়-দুকোটি ঘরে এই প্রকল্প পৌঁছে দেওয়ার কথা। কিন্তু মাত্র ৯ লক্ষ ঘরে এই জল পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।
বিকেল ৪.১৭: বিজেপি নতুন সোনার বাংলা গড়বে। যেখানে তোলাবাজি, দুর্নীতি থাকবে না।
বিকেল ৪.১৪: ভোট ব্যাংকের রাজনীতির জন্য বাংলা পিছিয়ে পড়েছে। এই ভোট ব্যাংকের রাজনীতির জন্য এ রাজ্যে দুর্গাপুজো হয় না, বিসর্জন করতে সমস্যায় পড়ে আমজনতা। বললেন মোদি।
বিকেল ৪.১২: এদিনও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল বাংলার মণীষীদের কথা।
বিকেল ৪:১০: মেট্রো প্রকল্পের সুবিধা পাবেন উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ একাদিক জেলার মানুষ।
বিকেল ৪.০৯: পূর্ব ফ্রেট করিডরের সুবিধা পাবে বাংলা। কিষান রেলের সুবিধা পাচ্ছেন এ রাজ্যের ছোট কৃষকরা।
বিকেল ৪.০৭: আজ রেল-মেট্রো উপহার দেব। বললেন নরেন্দ্র মোদি।
বিকেল ৪.০৬: বাংলার মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
বিকেল ৪.০০: সভামঞ্চ থেকে বক্তব্য রাখছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দুপুর ৩.৫৫: ডানলপ ময়দানের সভামঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে ধনেখালির তাঁত দিয়ে অভ্যর্থনা জানাল বিজেপির রাজ্য নেতৃত্ব।
দুপুর ৩.৫৪: ডানলপ ময়দানে সামান্য বিশৃঙ্খলা। উপস্থিত জনতাদের মধ্যে থেকে জলের প্যাকেট ছোড়ার অভিযোগ।
দুপুর ৩.৫৩: সভামঞ্চ থেকে বক্তব্য রাখছেন বিজেপি নেতা মুকুল রায়।
দুপুর ৩.৫১: ডানলপ ময়দানের কাছে হেলিপ্যাডে নামছেন প্রধানমন্ত্রী।
দুপুর ৩.৪৩: ডানলপের ময়দানে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী।
দুপুর ৩.৩৫: সাহাগঞ্জের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ রাজীব বন্দ্যোপাধ্যায়ের। সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কথায়, “তিনি (মমতা বন্দ্যোপাদ্যায়) যদি বড় গোলরক্ষক হন, তাহলে আমরাও বড় বড় স্ট্রাইকার।”
দুপুর ৩.১৮: কলকাতা বিমানবন্দরে পৌঁছল প্রধানমন্ত্রীর বিশেষ বিমান। অসম থেকে সরাসরি কলকাতা এলেন তিনি।
দুপুর ৩.০০: ডানলপের মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে তাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী দোলা সেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.