Advertisement
Advertisement

Breaking News

PM Modi

‘চা শ্রমিকদের চাওয়ালার প্রণাম’, উত্তরের প্রথম সভায় বাংলায় ভাষণ শুরু মোদির

ফের 'বাংলা' আবেগ উসকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

PM Modi starts his speech with Bengali at Siliguri
Published by: Paramita Paul
  • Posted:March 9, 2024 5:49 pm
  • Updated:March 9, 2024 6:34 pm  

বিশ্বজ্যোতি ভট্টাচার্য: শিয়রে লোকসভা নির্বাচন। তার আগে বাংলাজুড়ে কার্যত ‘কার্পেট বম্বিং’ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মাত্র ৯ দিনে চার সভা করেছেন তিনি। শনিবার তাঁর সভা ছিল বিজেপির ‘শক্তঘাঁটি’ চাবলয়ে। সম্প্রতি অন্তর্কলহ, তৃণমূলের লাগাতার প্রচার, প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে উত্তরের জেলাগুলিতে বিজেপির ভিত কিছুটা হলেও ‘টলমল’। সেই জনসমর্থন ফিরিয়ে আনতে চাবলয়ের চা-আবেগকে উসকে দিলেন মোদি। একইসঙ্গে বাংলায় ভাষণ শুরু করে চমক দিলেন তিনি। 

শিলিগুড়ির কাওয়াখালির রাজনৈতিক সভা মঞ্চে শুরুতেই বাংলায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, “আমার মা-দাদা-দিদি-ভাই-বোনেদের আমার নমস্কার।” শুধু বাংলা নয়, উপস্থিত জনতাকে নমস্কার জানালেন নেপালি ভাষাতেও।একইসঙ্গে চাবলয়ে চা-আবেগকেও উসকে দিতে ভুললেন না তিনি। বললেন, “চা শ্রমিকদের চাওয়ালার নমস্কার।”

Advertisement

[আরও পড়ুন: ‘আমার শরীর নিয়ে খেলা করেছে!’, আদিল ফের বিয়ে করতেই গর্জে উঠলেন রাখি]

উল্লেখ্য়, যে চাবাগানে নিজেদের ‘গড়’ বানিয়েছিল বিজেপি, সেখানে তাঁদের পায়ের তলা থেকে মাটি সরছে। এমন পরিস্থিতিতে নিজের অতীতের ‘চাওয়ালা’ পরিচয় টেনে এনে চা শ্রমিকদের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী, এমনই মত রাজনীতির কারবারিদের। প্রধানমন্ত্রী নিজেকে চাওয়ালা পরিচয় দিতে পছন্দ করেন। এর আগে দেখা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে  নিজের ছোটবেলার ‘পেশার পরিচয়’ ব্যবহার করে ডিভিডেন্ট পেয়েছেন তিনি।  এদিনও ‘চা বিক্রেতা’ পরিচয়কে তুলে ধরেই চা শ্রমিকদের মন জয়ের চেষ্টা চালালেন। পাশাপাশি বাংলা এবং নেপালি ভাষায় সম্ভাষণ জানিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন, ‘আমি তোমাদেরই লোক।’

[আরও পড়ুন: শ্রাবন্তীর শিবরাত্রি, মাঝরাতে নিষ্ঠা মেনে মন্দিরে ছুটলেন অভিনেত্রী, দেখুন ভিডিও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement