বিশ্বজ্যোতি ভট্টাচার্য: শিয়রে লোকসভা নির্বাচন। তার আগে বাংলাজুড়ে কার্যত ‘কার্পেট বম্বিং’ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মাত্র ৯ দিনে চার সভা করেছেন তিনি। শনিবার তাঁর সভা ছিল বিজেপির ‘শক্তঘাঁটি’ চাবলয়ে। সম্প্রতি অন্তর্কলহ, তৃণমূলের লাগাতার প্রচার, প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে উত্তরের জেলাগুলিতে বিজেপির ভিত কিছুটা হলেও ‘টলমল’। সেই জনসমর্থন ফিরিয়ে আনতে চাবলয়ের চা-আবেগকে উসকে দিলেন মোদি। একইসঙ্গে বাংলায় ভাষণ শুরু করে চমক দিলেন তিনি।
শিলিগুড়ির কাওয়াখালির রাজনৈতিক সভা মঞ্চে শুরুতেই বাংলায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, “আমার মা-দাদা-দিদি-ভাই-বোনেদের আমার নমস্কার।” শুধু বাংলা নয়, উপস্থিত জনতাকে নমস্কার জানালেন নেপালি ভাষাতেও।একইসঙ্গে চাবলয়ে চা-আবেগকেও উসকে দিতে ভুললেন না তিনি। বললেন, “চা শ্রমিকদের চাওয়ালার নমস্কার।”
উল্লেখ্য়, যে চাবাগানে নিজেদের ‘গড়’ বানিয়েছিল বিজেপি, সেখানে তাঁদের পায়ের তলা থেকে মাটি সরছে। এমন পরিস্থিতিতে নিজের অতীতের ‘চাওয়ালা’ পরিচয় টেনে এনে চা শ্রমিকদের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী, এমনই মত রাজনীতির কারবারিদের। প্রধানমন্ত্রী নিজেকে চাওয়ালা পরিচয় দিতে পছন্দ করেন। এর আগে দেখা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক মঞ্চে নিজের ছোটবেলার ‘পেশার পরিচয়’ ব্যবহার করে ডিভিডেন্ট পেয়েছেন তিনি। এদিনও ‘চা বিক্রেতা’ পরিচয়কে তুলে ধরেই চা শ্রমিকদের মন জয়ের চেষ্টা চালালেন। পাশাপাশি বাংলা এবং নেপালি ভাষায় সম্ভাষণ জানিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন, ‘আমি তোমাদেরই লোক।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.