Advertisement
Advertisement
PM Modi

‘লুটের টাকা ফেরাতে হবে, মোদি ছাড়বে না,’ নিয়োগ থেকে রেশন দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রীর

মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা করছেন বলেও দাবি করেন মোদি।

PM Modi slams TMC on corruption | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 1, 2024 4:10 pm
  • Updated:March 1, 2024 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বাংলার বুকে দাঁড়িয়েই শাসকদলের বিরুদ্ধে ওঠা দু্র্নীতি নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনে করিয়ে দিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকার কথা। হুঙ্কার ছেড়ে বললেন, “লুটের টাকা ফেরাতে হবে, মোদি কাউকে ছাড়বে না। তৃণমূলকে লুটতে দেবে না।”

নিয়োগ থেকে রেশন, একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসকদল তৃণমূল। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে দীর্ঘদিন ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কার্যত টাকার পাহাড় দেখা গিয়েছিল। যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়তে হয়েছিল শাসকদলকে। পরবর্তীতে রেশন দুর্নীতি মামলায়ও বেকায়দা পরিস্থিতিতে পড়তে হয় তৃণমূলকে। ওই মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার আরামবাগের জনসভা থেকে শাসকদলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ২ দিনের সফরে আজই বাংলায় মোদি, আরামবাগের সভা থেকে মুখ খুলবেন সন্দেশখালি নিয়ে?]

দুর্নীতি ইস্যুতে মোদি বলেন, “সব কিছুতে দুর্নীতি। তৃণমূল নেতাদের বাড়িতে নোটের পাহাড় সবাই দেখেছেন। কী করছে এরা!” তিনি আরও বলেন, “কেন্দ্রের সব প্রকল্পে বাধা দিচ্ছে রাজ্য। কারণ ওরা চায় কেন্দ্রের প্রকল্প থেকেও লুট করতে। কিন্তু মোদি সেটা হতে দেবে না। এভাবে মানুষের টাকা লুট করতে দেবে না।” মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি। এর পরই হুঙ্কার ছেড়ে বলেন, “বাংলার কাছে আমার শপথ, লুটের টাকা ওদের ফেরাতেই হবে। মোদি কাউকে ছাড়বে না।”

[আরও পড়ুন: রাজ্যসভাতেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় এনডিএ, আরও চাপে বিরোধীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement