Advertisement
Advertisement

Breaking News

PM Modi

যার জন্ম হয়নি তারও জব কার্ড! ১০০ দিনের কাজে ‘তোলাবাজ’ তৃণমূলকে তোপ মোদির

'তৃণমূল মানে তু, ম্যায় আউর কোরাপশান', তোপ প্রধানমন্ত্রীর।

PM Modi slams TMC govt corruption from Krishnanagar rally

নিজস্ব চিত্র

Published by: Anwesha Adhikary
  • Posted:March 2, 2024 12:03 pm
  • Updated:March 2, 2024 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের শাসনে কাঁদছে মা-মাটি-মানুষ। কৃষ্ণনগরে দাঁড়িয়ে সাফ এই কথা বলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর দাবি, ১০০ দিনের কাজের প্রকল্পে অন্তত ২৫ লক্ষ ভুয়ো কার্ড বানিয়েছে রাজ্য। যাদের জন্ম হয়নি তাদের নামেও কার্ড তৈরি হয়েছে। কৃষ্ণনগরের সভা থেকে মোদির তোপ, তৃণমূল মানেই দুর্নীতি। 

দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল (TMC)। ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে সুর চড়িয়েছে সরকার। কিন্তু কেন্দ্রের তরফে বলা হয়, এই প্রকল্পে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না রাজ্য। এছাড়াও CAG রিপোর্টেও সমস্যা রয়েছে। সব মিলিয়েই রাজ্যের জন্য ১০০ দিনের কাজের টাকা দেওয়া যাচ্ছে না। 

Advertisement

[আরও পড়ুন: মিলল না CAA বার্তা, শুভেন্দু-সুকান্ত সরব হলেও মহুয়ায় মৌন মোদি

শনিবার কৃষ্ণনগরের সভা থেকে সেই একই সুর শোনা গেল মোদির ভাষণেও। সাফ জানিয়ে দিলেন, তৃণমূলের শাসনে কাঁদছে মা-মাটি-মানুষ। বাংলা ভাষায় তিনি বলেন, তৃণমূল মানে বিশ্বাসঘাতক, অত্যাচার, দুর্নীতি, পরিবারবাদ। প্রধানমন্ত্রীর কথায়, “তৃণমূল মানে তু, ম্যায় আউর কোরাপশান”। তৃণমূল তো সমস্ত স্কিমকে স্ক্যাম বানিয়ে ফেলেছে। কেন্দ্রের প্রকল্পগুলোকেও নিজের নামে চালাচ্ছে তৃণমূল সরকার।

 তার পরেই ১০০ দিনের কাজের প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, যার জন্ম হয়নি তার নামেও জব কার্ড তৈরি হয়েছে। ২৫ লক্ষ ভুয়ো কার্ড বানানো হয়েছে বাংলায়। আসলে গরিবের টাকা কেড়ে নিয়েছে তৃণমূলের তোলাবাজরা। রেশন বন্টন নিয়েও চলছে ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতির জবাব দিতে আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) বাংলার ৪২টি আসনেই বিজেপিকে জেতানোর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। 

মোদির এই অভিযোগের পালটা দিয়ে তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন দাবি করেন, মোদির মুখে পরিবারবাদের কথা শুনে ঘোড়াতেও হাসে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, সম্পূর্ণ মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী। মোদির তোপ শুনে কংগ্রেসের অভিযোগ, দুর্নীতি ইস্যুতে তৃণমূল আর বিজেপি দুই ফুল একই মেরুতে রয়েছে। আসলে তাদের উদ্দেশ্য, দুই দলই যেন ক্ষমতায় থাকে। 

[আরও পড়ুন: কৃষ্ণনগরে মোদিকে দেখতে হুড়োহুড়ি জনতার, হাতজোড় করে শান্ত থাকার আর্জি প্রধানমন্ত্রীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement