চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: পরিবর্তনের ঝড় উঠেছে বাংলায়৷ কাউকে আক্রমণ করে, কুৎসা করে লাভ নেই৷ পরিবর্তন রোখা যাবে না৷ মঙ্গলবার তৃতীয় দফা ভোটের দিন আসানসোলে নির্বাচনী সভা থেকে এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে আগাগোড়া আক্রমণাত্মক প্রচার করে গেলেন নরেন্দ্র মোদি৷ তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ফের মোদি সরকার আসবে৷ ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে আর কোনও অন্যায় হতে দেবেন না৷ রাজ্যবাসীর সমর্থন প্রার্থনা করে বললেন, এটাই আগামী সরকারের প্রতিশ্রুতি৷
মঙ্গলবার বিকেলে আসানসোলের পোলো গ্রাউন্ডে দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে আসেন মোদি৷ সকালে নিজের কেন্দ্রে ভোট দিয়েছেন৷ তারপরও ভোট সংক্রান্ত কাজকর্ম করেছেন৷ একাধিক জায়গা ঘুরে পড়ন্ত বেলায় নেমেছেন আসানসোলে৷ চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট৷ কিন্তু পোলো গ্রাউন্ডে জনতার ভিড় দেখে খুশি গোপন করতে পারলেন না৷ মঞ্চে উঠে বক্তব্য শুরুর আগে তিনি বলেন, ‘আপনাদের ভালবাসা গ্রহণ করলাম৷ এই ভালবাসা ভুলব না৷’ এরপরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অল আউট আক্রমণে যান৷ প্রথমেই বিরোধী জোটকে কটাক্ষ করে ‘ভেজাল জোট’ বলেন৷ তাঁর দাবি, স্পিডব্রেকার মমতাকে এবার ধাক্কা দেবেন জনতার বিপুল ভোট৷
রাজ্য সরকারের উন্নয়ন মডেলের কড়া সমালচনা করে মোদি বলেন, ‘দিদি বলছেন, তাঁর উন্নয়ন মডেল হওয়া উচিত৷ মডেলটা কী? মডেল তো তোলাবাজি, দুর্নীতির উপর দাঁড় করানো৷ বালি, কয়লা, লোহা মাফিয়া আর সিন্ডিকেটের উপর৷ এরকম মডেল চাই দেশের? অনুপ্রবেশকারীদের জন্য দরজা খুলে দেওয়া হচ্ছে৷ নারদা, সারদা শুধু কেলেঙ্কারিই নয়, বড়সড় সংগঠিত অপরাধ৷’ মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর শ্লেষাত্মক মন্তব্য, ‘দিদি আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন৷ এমনি এমনি প্রধানমন্ত্রীর পদ মেলে না৷ ১৩০ কোটি মানুষের রায় পেতে হয়৷ আশীর্বাদ পেতে হয়৷ আপনি কী মনে করছেন? যেসব নেতার হাত ধরে নাচছেন, তাঁরাই আপনাকে জিতিয়ে দেবে? এটা আসানসোল মিউনিসিপ্যালিটির ভোট নয়৷ এটা দেশের ভোট৷ আপনাদের নীতি স্পষ্ট হওয়া দরকার৷’
মঙ্গলবারের সভা থেকে মিশন শক্তির সাফল্য ব্যখ্যা করে মোদি বলেন, এমনই মজবুত সরকার দরকার৷ আর সেই মজবুত সরকার চালাতে হলে, মজবুত চৌকিদার দরকার৷ তাই সমবেত জনতার উদ্দেশে তাঁর আহ্বান, ভোটে ফের মোদি সরকারকেই ফিরিয়ে আনুন৷ ১৩০ কোটি ভারতবাসীর সুরক্ষার ভার নেবেন নতুন প্রধানমন্ত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.