Advertisement
Advertisement

Breaking News

সিন্ডিকেটের রাজত্ব চলছে বাংলায়, মেদিনীপুরে মমতাকে তোপ মোদির

সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা এড়াতে মমতাবিরোধী মন্তব্য করে ড্যামেজ কন্ট্রোল প্রধানমন্ত্রীর।

PM Modi lambastes Mamata Banerjee in Midnapore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 16, 2018 2:48 pm
  • Updated:July 16, 2018 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় ভাষণ শুরু করে দলীয় কর্মীদের বিশৃঙ্খলা দেখে হোঁচট খেলেন নরেন্দ্র মোদি৷ টানা বৃষ্টি ও দলীয় কর্মীদের বিশৃঙ্খলার জেরে হুরমুড়িয়ে শামিয়ানা ভেঙে পড়ে ২০ জনের বেশি জখম হলেন। তার মধ্যেও নিজের ভাষণ চালিয়ে বিতর্ক তৈরি করলেন নরেন্দ্র মোদি৷ সভায় দলীয় কর্মীদের মনঃসংযোগ নিজের দিকে টানতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মন্তব্য করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷

[পুরসভার ভাইস চেয়ারম্যান সম্পর্কে ফেসবুকে অশালীন মন্তব্য, ধুন্ধুমার কাণ্ড বজবজে]

আজ, সভার শুরুতেই বাংলায় ভাষণ দিতে শুরু করেন নরেন্দ্র মোদি৷ ভাষণের শুরুতেই মাঠে বিপর্যয় নেমে আসতেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি৷ তৃণমূল বিরোধিতার পাশাপাশি কেন্দ্র সরকারের উন্নয়নের ডালি খুলে একের পর এক মন্তব্য ছুঁড়তে থাকেন প্রধানমন্ত্রী৷ ২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন মোদি৷ বলেন, ‘‘কেন্দ্র সরকার সর্বদা কৃষকদের পাশে আছে৷ থাকবে৷ কৃষকদের আয় বাড়াতে তৎপর কেন্দ্র৷ আর সেই কারণে ফসলের সহায়ক মূল্য বাড়ানো হয়েছে৷’’ রাজ্যের পাটশিল্পকে চাঙ্গা করতে এদিন সহায়ক মূল্য আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন নমো৷ ফসলের সহায়ক মূল্য বাড়ানোর কথা বলেও বাংলার কৃষকদের ঋণমকুব কিংবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে ফলন বাড়ানো যায়, সেবিষয়ে একটি শব্দও খরচ করেননি মোদি৷

Advertisement


কৃষক উন্নয়নের পাঠ শেষ করে রাজনৈতিক বক্তব্য বলতে শুরু করেন মোদি৷ জনসভায় চত্বরে তৃণমূলের পোস্টার দেখে এদিন স্তম্ভিত হন মোদি৷ বলেন, ‘‘আজ আমাদের জনসভা দেখে ভয় পেয়েছে তৃণমূল৷ আমাকে স্বাগত জানাতে দিদি নিজে তাঁর ছবি দেওয়া পোস্টার লাগিয়েছেন৷’’ এদিন তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সারদা, নারদা ও সিন্ডিকেট বিতর্ক তুলে আনেন৷ বলেন, ‘‘রাজ্যের কী হাল তা সবাই জানেন৷ এখানে সিন্ডিকেটকে না জানিয়ে কিছুই করা যায় না৷ বাংলার মানুষ জানেন, সারদা-নারদায় কারা অভিযুক্ত৷’’ রাজ্যে বামেদের ক্ষমতাচ্যুত করে ঠিক যেভাবে তৃণমূল এসেছে, আগামী কয়েক মাসের মধ্যে বিজেপিকেও বাংলার মানুষ একই ভাবে ক্ষমতার স্বাদ দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement