সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় ভাষণ শুরু করে দলীয় কর্মীদের বিশৃঙ্খলা দেখে হোঁচট খেলেন নরেন্দ্র মোদি৷ টানা বৃষ্টি ও দলীয় কর্মীদের বিশৃঙ্খলার জেরে হুরমুড়িয়ে শামিয়ানা ভেঙে পড়ে ২০ জনের বেশি জখম হলেন। তার মধ্যেও নিজের ভাষণ চালিয়ে বিতর্ক তৈরি করলেন নরেন্দ্র মোদি৷ সভায় দলীয় কর্মীদের মনঃসংযোগ নিজের দিকে টানতে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মন্তব্য করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷
আজ, সভার শুরুতেই বাংলায় ভাষণ দিতে শুরু করেন নরেন্দ্র মোদি৷ ভাষণের শুরুতেই মাঠে বিপর্যয় নেমে আসতেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি৷ তৃণমূল বিরোধিতার পাশাপাশি কেন্দ্র সরকারের উন্নয়নের ডালি খুলে একের পর এক মন্তব্য ছুঁড়তে থাকেন প্রধানমন্ত্রী৷ ২০২২ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন মোদি৷ বলেন, ‘‘কেন্দ্র সরকার সর্বদা কৃষকদের পাশে আছে৷ থাকবে৷ কৃষকদের আয় বাড়াতে তৎপর কেন্দ্র৷ আর সেই কারণে ফসলের সহায়ক মূল্য বাড়ানো হয়েছে৷’’ রাজ্যের পাটশিল্পকে চাঙ্গা করতে এদিন সহায়ক মূল্য আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন নমো৷ ফসলের সহায়ক মূল্য বাড়ানোর কথা বলেও বাংলার কৃষকদের ঋণমকুব কিংবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে ফলন বাড়ানো যায়, সেবিষয়ে একটি শব্দও খরচ করেননি মোদি৷
The real face of ‘Ma Mati Manush’ is for everyone to see. There is ‘ murder your opponents’ syndicate operating here. Nothing can happen in West Bengal without the permission of this syndicate. Even doing ‘Puja’ has become difficult here: PM Modi in Midnapore pic.twitter.com/nlYgm0ho6f
— ANI (@ANI) July 16, 2018
কৃষক উন্নয়নের পাঠ শেষ করে রাজনৈতিক বক্তব্য বলতে শুরু করেন মোদি৷ জনসভায় চত্বরে তৃণমূলের পোস্টার দেখে এদিন স্তম্ভিত হন মোদি৷ বলেন, ‘‘আজ আমাদের জনসভা দেখে ভয় পেয়েছে তৃণমূল৷ আমাকে স্বাগত জানাতে দিদি নিজে তাঁর ছবি দেওয়া পোস্টার লাগিয়েছেন৷’’ এদিন তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সারদা, নারদা ও সিন্ডিকেট বিতর্ক তুলে আনেন৷ বলেন, ‘‘রাজ্যের কী হাল তা সবাই জানেন৷ এখানে সিন্ডিকেটকে না জানিয়ে কিছুই করা যায় না৷ বাংলার মানুষ জানেন, সারদা-নারদায় কারা অভিযুক্ত৷’’ রাজ্যে বামেদের ক্ষমতাচ্যুত করে ঠিক যেভাবে তৃণমূল এসেছে, আগামী কয়েক মাসের মধ্যে বিজেপিকেও বাংলার মানুষ একই ভাবে ক্ষমতার স্বাদ দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.