Advertisement
Advertisement
PM Modi

বঙ্গে মোদি: হলদিয়ার নয়া প্রকল্প ‘আত্মনির্ভর ভারতে’রই অংশ, মত প্রধানমন্ত্রীর

প্রচুর কর্মসংস্থানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী।

PM Modi in Bengal: Narendra Mpodi inaugurates new projects in Haldia Petrochemical |SangbadPratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 7, 2021 3:46 pm
  • Updated:February 8, 2021 1:15 pm  

ভারত পেট্রোলিয়ামের নতুন প্রকল্প উদ্বোধনে একদিনের ঝটিকা সফরে রাজ্যে প্রধানমন্ত্রী। দিনের শুরুতে  অসমে জনসভা করেন তিনি। তারপর সেখান থেকে হলদিয়ায় আসেন। প্রকল্পের সূচনার পাশাপাশি জনসভা করবেন নরেন্দ্র মোদি। বাংলায় বিধানসভা ভোটের আগে এটাই তাঁর প্রথম সভা। কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শেষ মুহূর্তে তা বাতিল করেছেন। কর্মসূচি সেরে সন্ধের  বিমানে দিল্লি ফিরে যান  প্রধানমন্ত্রী। মোদির বঙ্গ সফরের খুঁটিনাটি :

সন্ধে ৬.৫২: দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী।

Advertisement

সন্ধে ৬.১০: হলদিয়া থেকে কলকাতায় ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বিকেল ৫.৪০: গ্যাসের অভাবে পূর্ব ভারতে শিল্পের উন্নতি হচ্ছিল না। নতুন প্রকল্পে হলদিয়ার মানুষের জনজীবন উন্নত হবে। উজ্জ্বলা গ্যাস যোজনায় ৯০ লক্ষ মানুষকে সংযোগ দেওয়া হয়েছিল। হলদিয়ায় পরিসংখ্য়ান দিলেন প্রধানমন্ত্রী। 

বিকেল ৫.৩৩: ‘আত্মনির্ভর ভারতে’র একটা অংশ ভারত পেট্রোলিয়ামের নতুন প্রকল্পগুলি। এতে বাংলা-সহ গোটা পূর্ব ভারতের জনজীবন উন্নতি হবে। গুরুত্ব বাড়ছে পরিবেশবান্ধব জ্বালানির। আমদানি-রপ্তানি বাণিজ্যে হলদিয়ার গুরুত্ব বাড়বে। হবে প্রচুর কর্মসংস্থান। প্রকল্পের সূচনা ভাষণে বললেন প্রধানমন্ত্রী।

বিকেল ৫.১৫: হলদিয়ায় ভারত পেট্রোলিয়ামের অনুষ্ঠানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানে বেশ কয়েকটি নতুন প্রকল্পের সূচনা করবেন তিনি। 

বিকেল ৫.০২: তৃণমূল সরকার একটার পর একটা ‘ফাউল’ করে গিয়েছে। এবার বাংলার জনতা ‘রামকার্ড’ দেখাবে। হলদিয়ার জনসভা থেকে তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ মোদির। বাংলার নির্বাচনে  তৃৃণমূলই প্রধান প্রতিপক্ষ। তবে নেপথ্যে বাম, কংগ্রেস  একজোট হয়ে ম্যাচ ফিক্সিং করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তুললেন তিনি।

বিকেল ৪.৫৬: বাংলার ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই ‘কিষাণ সম্মান নিধি’, ‘আয়ুষ্মান ভারত’ চালু করবেন। তাতে বকেয়া টাকাও মিলবে কৃষকদের। হলদিয়ার মঞ্চ থেকে বড় ঘোষণা নরেন্দ্র মোদির।  

বিকেল ৪.৫০: আমফানের ত্রাণ নিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী। ‘কিষাণ সম্মান নিধি’র সুবিধা থেকে বাংলার কৃষকদের বঞ্চিত করে রাখা হয়েছে, তা নিয়েও ফের সরব তিনি।

বিকেল ৪.৪২: দশ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে ‘নির্মমতা’ মিলেছে। হলদিয়ার মঞ্চ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন নরেন্দ্র মোদি। বললেন, ” অনেক আশা নিয়ে পরিবর্তন এনেছিলেন মানুষ। কিন্তু পরিবর্তনের বদলে বাম আমলের অন্ধকার দিনগুলোই আবার ফিরেছে। প্রশাসন, পুলিশকে রাজনীতিকরণ করা হয়েছে।” 

বিকেল ৪.৩৭: যথেষ্ট পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন বাংলা এত পিছিয়ে? কেন এ রাজ্যের যুবক, যুবতীদের কাজের সন্ধানে বাইরের রাজ্যে যেতে হচ্ছে? হলদিয়ার মঞ্চ থেকে সরকারকে বিঁধে প্রশ্ন তুললেন মোদি। রাজনীতির জন্যই এই পরিস্থিতি, এখানে উন্নয়ন হয়নি বলে অভিযোগ তাঁর।

বিকেল ৪.৩২: বাংলায় ৫০০০ কোটি টাকার পেট্রো প্রকল্পের শিলান্যাস। শুধু বাংলা নয়, গোটা দেশের পাইপলাইন সংযোগের ক্ষেত্রে সুবিধা হবে, হবে প্রচুর কর্মসংস্থানও, মন্তব্য প্রধানমন্ত্রী।  কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বরাদ্দ প্রকল্পগুলির কথা ফের উল্লেখ করলেন।

বিকেল ৪.২৬: ‘নমস্কার’  বলে হলদিয়ার জনসভায় বক্তব্য শুরু করলেন নরেন্দ্র মোদি। বাংলায় মনীষীদের প্রণাম জানালেন। উত্তরাখণ্ডের বিপর্যয়ের কথা উল্লেখ করে পরিস্থিতির উন্নতি প্রার্থনা করলেন। 

বিকেল ৪.২০: মঞ্চে বক্তব্য বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষের। প্রধানমন্ত্রীর হাত ধরে ‘সোনার বাংলা’ তৈরির শপথ। মেদিনীপুরের মাটি থেকেই তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন।

বিকেল ৪.১০: হলদিয়ার হেলিপ্যাড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিকেল ৪.০৩: ‘চলুন পালটাই’, হলদিয়ায় বিজেপি সভামঞ্চ থেকে ফের স্লোগান তুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজেপিতে যোগদানকারী  রাজীব বন্দ্যোপাধ্যায়।

দুপুর ৩.৩২: হলদিয়ায় মোদির মঞ্চে বক্তব্য বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে আক্রমণ করে জনতার প্রতি তাঁর আহ্বান, ”জোট বাঁধুন, প্রকৃত বদল আনুন।” রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে শুভেন্দুর প্রতিক্রিয়া, এবারের রাজ্য বাজেট আমেরিকার বাজেটকে ছাপিয়ে গিয়েছে।

দুপুর ৩.২৫: কপ্টারে হলদিয়ার পথে প্রধানমন্ত্রী। 

দুপুর ৩.১০:  দমদম বিমানবন্দরে নামল প্রধানমন্ত্রী মোদির (PM Modi) বিমান। এখান থেকে গাড়িতে হলদিয়া রওনা হবেন তিনি। ভারত পেট্রোলিয়ামের গ্যাসপাইপ লাইনের কয়েকটি প্রকল্পের সূচনা হবে তাঁর হাত ধরে। বিপিসিএল টার্মিনালেরও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা।  

দুপুর ২.৫৬: হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার পথে বিজেপি সমর্থকদের বাসে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের ধর্মা এলাকায় দুটি বাস ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে তিনজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার পর বিজেপি কর্মীরা কিছুক্ষণের জন্য ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দেয়। 

দুপুর ১২.০৩: হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে কাঁথি থেকে যাচ্ছেন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা।  প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাওয়ার আবেদন নিয়ে জেলার কয়েকশো দিব্যাঙ্গ মানুষজন রওনা দিয়েছে সভার উদ্দেশে। 

[আরও পড়ুন: ‘উত্তরপাড়া থেকে দাঁড়ান, রেজাল্টের দিন গোবর জলে ধুয়ে দেব’, প্রবীর ঘোষালকে চ্যালেঞ্জ কল্যাণের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement