সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১০ বছর ধরে ‘মমতা’ নয়, ‘নির্মমতা’ পেয়েছে বাংলার মানুষ। হলদিয়া থেকে ঝাঁজালো আক্রমণ নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। তাঁর কথায়, অনেক আশা নিয়ে বাংলায় পরিবর্তন এনেছিলেন মানুষ। কিন্তু পরিবর্তনের বদলে রাজ্যে বাম আমলের অন্ধকার দিনগুলোই আবার ফিরে এসেছে।
শিয়রে বাংলার বিধানসভা নির্বাচন। বাংলা দখলের জন্য রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়েছে। তবে এতদিন রাজনৈতিক অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে অংশ নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু রবিবার হলদি নদীর পাড় থেকে রাজনৈতিক প্রচার শুরু করে দিলেন তিনি। আর প্রথম দিনেই ঝাঁজালো আক্রমণ শানালেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণভাবে এদিন সভামঞ্চ থেকে বাংলায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার জনতার মন ছুঁতে খাঁটি বাংলায় তুলে ধরলেন মেদিনীপুরের ইতিহাসও। এমনকী, বাজেটে বাংলার জন্য একাধিক বরাদ্দের কথাও ফের তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
প্রথম রাজনৈতিক সভা থেকে মোদি প্রশ্ন তুললেন, যথেষ্ট পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন বাংলা এত পিছিয়ে? কেন এ রাজ্যের যুবক, যুবতীদের কাজের সন্ধানে বাইরের রাজ্যে যেতে হচ্ছে? রাজনীতির জন্যই এই পরিস্থিতি, এখানে উন্নয়ন হয়নি বলে অভিযোগ তাঁর। সভামঞ্চ থেকে তৃণমূলকে তোলাবাজ-সিন্ডিকেটের সরকার বলেও কটাক্ষ করেন মোদি। আমফানের ত্রাণ নিয়েও বাংলায় দুর্নীতি হয়েছে বলে সরব মোদি। প্রথম জনসভা থেকেই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন তিনি। তুলে আনলেন কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যের মানুষের বঞ্চনার কথা। প্রশ্ন করলেন আয়ুষ্মান ভারত, কিষাণনিধির মতো প্রকল্প কেন এ রাজ্যে কার্যকর করা হয়নি?
এদিন সভার শুরুতেই উপস্থিত জনতার উদ্দেশে বাংলায় সম্ভাষণ করেন নরেন্দ্র মোদি। সভামঞ্চ থেকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ভারতমাতার স্লোগান শুনলেও রেগে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির কথায়, “বাংলা যে পরিবর্তন পেয়েছে, তা আসলে বাম জমানার পুনর্জন্ম। দুর্নীতির পুনর্জন্ম। এটা আসল পরিবর্তন নয়। এবার বিজেপির হাত ধরে পরিবর্তন আসবে এই রাজ্যে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.