Advertisement
Advertisement

গঙ্গাসাগরে পদপিষ্ট হয়ে মৃত্যু পুণ্যার্থীর

ঘটনায় আহত হয়েছেন বহু।

Pilgrims die in Gangasagar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 15, 2017 7:21 pm
  • Updated:January 15, 2017 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গাসাগরে পুণ্য অর্জন করতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই পুণ্য অর্জন করে আর ঘরে ফেরা হল না। সাগরমেলা থেকে ফেরার সময় পথের দুর্ঘটনাই কেড়ে নিল প্রাণ। রবিবার গঙ্গাসাগরের কচুবেড়িয়ার পাঁচ নম্বর জেটিতে দুর্ঘটনায় মৃত্যু হল ছয় জনের। আহত বহু। জানা গিয়েছে তাড়াহুড়ো করে লঞ্চে ওঠার সময়ই এই ঘটনা ঘটে। আচমকা গঙ্গায় জোয়ার এলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রাণ বাঁচাতে দ্রুত তাঁরা জেটিতে উঠতে গেলে পদপিষ্ট হয়ে ছয় জন পুণ্যার্থীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন বহু।

(শ্রীনু খুনে হাত রয়েছে দিলীপ ঘোষের, বিস্ফোরক অভিযোগ স্ত্রী পূজার)

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গঙ্গাসাগরের মেলা উপলক্ষে প্রত্যেক জেটিকেই রাখা হয়েছিল কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। যে কোনও দুর্ঘটনা এড়ানোর জন্য নেওয়া হয়েছিল যথাযথ ব্যবস্থাও। তবুও শেষরক্ষা হল না। স্থানীয় সূত্রে খবর, এমনিতে কচুবেড়িয়ার পাঁচ নম্বর জেটিতে ভাটার সময় বিশেষ জল থাকে না। রবিবার ভাটার সময় অবস্থা ছিল একইরকম। আর তখনই যাত্রীরা প্রায় গঙ্গায় নেমেই লঞ্চের দিকে যাচ্ছিলেন। এই সময় আচমকা জোয়ার আসতে শুরু করলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। দ্রুত লঞ্চে উঠতে গেলেই অতিরিক্ত ভিড়ে শ্বাসরোধ হয়ে যায় বেশ কিছু যাত্রীর। পদপিষ্ট হন বহু মানুষ।

(হাতে নিলেই পাঁপড়ের মতো গুঁড়িয়ে যাচ্ছে নতুন নোট)

পরিস্থিতি সামাল দিতে স্বেচ্ছাসেবকরা তখনই সেখানে উপস্থিত হন। উদ্ধারকার্য এখনও চলছে বলে জানা গিয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে।

বাজারে খুচরো মদ বিক্রি করবে রাজ্য সরকার

রাজ্যের প্রথম ধূমপানমুক্ত জেলা হতে চলেছে দার্জিলিং

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement