রিন্টু ব্রহ্ম, কালনা: জন্ম থেকেই প্রতিবন্ধী। হাঁটা চলায় অক্ষম। কিন্তু তাই বলে হার মানতে নারাজ গৌরব। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী সে। বাবার কাঁধে চেপেই পরীক্ষাকেন্দ্রে আসছে সে।
[দার্জিলিং মেলে ধূমপান করা নিয়ে ধুন্ধুমার, মালদহে আক্রান্ত জিআরপি]
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নওপাড়ার বাসিন্দা গৌরব ভট্টাচার্য জন্ম থেকেই প্রতিবন্ধী। হাঁটতে পারে না, হাতেও খুব একটা জোর পায় না সে। তবে এসব কিছুকে তোয়াক্কা না করেই আর পাঁচটা ছাত্রের মতো এবার মাধ্যমিকে বসেছে গৌরব। আর তার এই লড়াইয়ে সর্বক্ষণ পাশে আছে তার পরিবার। হাত ও পায়ের সমস্যার জন্য প্রতিবন্ধীদের জন্য তৈরি বিশেষ ধরনের গাড়িও চালাতে পারে না গৌরব। ছেলেকে রোজ কাঁধে চাপিয়ে পরীক্ষা কেন্দ্রের বেঞ্চে বসিয়ে দিয়ে যাচ্ছেন গৌরবের বাবা। যা অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে অন্য পরীক্ষার্থীদের কাছেও। ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, একজন সফল ইউটিউবার হতে চায় গৌরব। এই সংগ্রামের মাঝেই সেই স্বপ্ন দেখা শুরু করেছে সে। শারীরিক প্রতিবন্ধকতা যেহেতু বাধা, তাই জীবনযাপনের ভবিষ্যৎ হিসাবে আঁকড়ে ধরেছে আধুনিক সোশ্যাল ভিডিও সাইট ‘ইউটিউব’কে। নানা অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে সাধারণ মানুষদের জানাতে ‘ইউটিউবে’ একের পর এক ভিডিও তৈরি করেছে গৌরব। ‘ইউটিউব ভিডিও’ বানিয়েই ভবিষ্যতে একজন সফল ‘ইউটিউবার’ হতে যায় এই মাধ্যমিক পরীক্ষার্থী।
গৌরবের বাবা মানবেন্দ্রবাবু জানান, ছেলেকে সুস্থ করার জন্য অনেক চিকিৎসা করিয়েছেন। কিন্তু লাভ হয়নি। সব আশা ছেড়ে দিয়েছেন তিনি। তবে আর পাঁচজন ছাত্রের মতো গৌরবকে স্থানীয় নওপাড়া হাই স্কুলের ভরতি করে দেন পরিবারের লোকেরা। নওপাড়া দোলতলায় তাদের বাড়ি থেকে টোটোয় করে পরীক্ষা কেন্দ্র নাদনঘাট রামপুড়িয়া হাইস্কুলে সামনে আসার পরই বাবার কাঁধে চেপে স্কুলে ঢুকছে গৌরব। এই দৃশ্য দেখেই অনুপ্রাণিত হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পরীক্ষাকেন্দ্রের শিক্ষকরাও। রামপুরিয়া হাই স্কুলের শিক্ষক অরূপ কুমার চৌধুরি বলেন, “ওই ছাত্রটি খুবই সংগ্রাম করে পরীক্ষা দিচ্ছে। যা আমাদের সকলের কাছেই অনুপ্রেরণা। ওর প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি আছে।”
ছবি: মোহন সাহা
[ সেলফিতে মজে পা হড়কে সটান খাদে, লাচুংয়ে মৃত্যু বাঙালি যুবতীর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.