শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: অবৈধ সম্পর্কের জেরে খুন হলেন স্বামী। ঘটনায় গ্রেপ্তার করা হল স্ত্রীকে। পলাতক অভিযুক্ত প্রেমিক ও তার বন্ধু। এক কোপে প্রেমিকার স্বামীকে খুন করে পালায় প্রেমিক। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায়। পুলিশ ঘটনায় পুরবী ভৌমিক নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি গৌরিভ লাল বলেন, “ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।”
[নাতির চিকিৎসা করাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু দাদু ও জ্যাঠার]
জানা গিয়েছে গত ১১ জুলাই থেকে নিখোঁজ ছিল একই পরিবারের তিন সদস্য। কাঞ্চনবাড়ির একটি নামী বিস্কুট কারখানার শ্রমিক নিতাই ভৌমিক, তাঁর স্ত্রী পুরবী ভৌমিক এবং ছোট ছেলে নয়ন ভৌমিক নিখোঁজ ছিলেন। ২০ তারিখ নিতাই ভৌমিকের ভাই গণেশ ভৌমিক এনজেপি থানায় দাদার নিখোঁজ হওয়ার লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পরেই ছোট ছেলেকে নিয়ে গা ঢাকা দেয় স্ত্রী পুরবী। এরপর ২৬ জুলাই কাঞ্চনবাড়ি এলাকাতেই এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। সেই সময়েই পুলিশ সন্দেহ করে দেহটি ওই ব্যক্তিরই। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠালে পুলিশ জানতে পারে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল ওই ব্যক্তিকে। পাশাপাশি মৃতদেহটি যে নিতাইবাবুরই তা শনাক্ত করে তার পরিবারের সদস্যরা। এসব নিশ্চিত হতেই তৎপরতার সঙ্গে তদন্তে নামে পুলিশ। পুরবীর উদ্দেশ্যে খোঁজ শুরু করা হয়।
[স্যালাইনের বোতল নিয়েই হাসপাতাল থেকে পলাতক রোগী, তারপর…]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাপের বাড়ি ময়নাগুড়ি সংলগ্ন এলাকায় গা ঢাকা দিয়ে ছিলেন পুরবী। শুধু তাই নয়, ময়নাগুড়ির জটেশ্বর এলাকার ছয় জায়গায় পালা বদলে লুকিয়ে ছিলেন। এরপর পুলিশ অভিযুক্ত মহিলাকে সোমবার মাঝরাতে গ্রেপ্তার করে। তাকে জেরা করলে বক্তব্যে অসঙ্গতি পায়। জেরায় মহিলা স্বীকার করে তার স্বামীকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিগত ছয়মাস ধরে মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। ১২ তারিখ রাত দেড়টা নাগাদ প্রেমিক তার এক ঘনিষ্ঠ বন্ধুকে সঙ্গে নিয়ে ঘরে ঢোকে। ঘাস কাটার ধারালো অস্ত্র দিয়ে এক কোপে নিতাইবাবুর গলা কেটে দেওয়া হয়। এরপর রক্তে মাখা লেপ তোশক ক্যানেলের জলে ফেলে দেয় ও মৃতদেহটি কম্বলে মুড়িয়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমিতে ফেলে রেখে দেয়। ঘটনায় বাকি দুজন অভিযুক্তরা পলাতক রয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করতে চায়নি। তাদের উদ্দেশ্যে খোজ শুরু করেছে পুলিশ। মহিলাকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
[দুর্ঘটনা এড়াতে গিয়ে বিপত্তি, শিলিগুড়িতে বাস উলটে জখম ২০]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.