Advertisement
Advertisement

Breaking News

ছেলের বিয়েতে বিপুল দেনা! পাওনাদারের তাগাদায় চরম সিদ্ধান্ত ফুচকা বিক্রেতার

দেনার দায়ে মানসিক চাপ বাড়ছিল।

Phuchka Seller's body found in Murshidabad | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 6, 2023 12:01 pm
  • Updated:August 6, 2023 12:01 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: দেনার দায়ে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুসরীপাড়া কলোনি এলাকায়। দেহ উদ্ধার করেছে পুলিশ। 

মৃত ওই ব্যক্তির নাম চণ্ডী হালদার (৫০)। ইতিমধ্যেই সামশেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস চারেক আগে ধুমধাম করে ছেলের বিয়ে দেন পেশায় ফুচকা বিক্রেতা চণ্ডীবাবু। তাতেই বেশ কয়েক হাজার টাকা দেনা হয়ে যায়। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে পাওনাদারদের চাপ। দেনার দায়ে মানসিক চাপ ক্রমশ বাড়তেই থাকে।

Advertisement

[আরও পড়ুন: দালাল-চিটিংবাজ ঢুকে পড়ছে, দলটাকে বাঁচান! ফেসবুকে লাইভে আরজি মদন মিত্রের]

বিষয়টি নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলাও হয়। ভোর রাতে রাগ করে ফরাক্কায় মায়ের বাড়ি চলে যান চণ্ডীবাবুর স্ত্রীও। সার্বিক চাপে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের একটি লিচু বাগানে গিয়ে গলায় ধুতি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি জানাজানি হতেই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। তারপরেই ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। দেনার দায়ে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

[আরও পড়ুন: উত্তরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও সপ্তাহজুড়ে চলবে প্রবল বর্ষণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement