Advertisement
Advertisement

শিলিগুড়িতে একই রুটে পেট্রল পাম্পে সিরিয়াল ডাকাতির কিনারা, জালে তিন দুষ্কৃতী

দেখুন ডাকাতির এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ।

Petrol Pump Dacoits held by Police
Published by: Subhamay Mandal
  • Posted:December 23, 2018 3:36 pm
  • Updated:December 23, 2018 3:36 pm  

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: একই রুটে পেট্রল পাম্পে সিরিয়াল ডাকাতির কিনারা করল পুলিশ। ৩৬ ঘণ্টার মধ্যে শিলিগুড়ি সংলগ্ন চারটি পেট্রল পাম্পের ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। মাটিগাড়া, এনজেপি, শিলিগুড়ি ও খালপাড়া থানার পুলিশ যৌথ অভিযান চালায়। মাটিগাড়া থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নাম মহম্মদ সইফুদ্দিন ও মহম্মদ খৈরুল। আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মহম্মদ রাজু। তাকে চটহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এক দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছে। ধৃতদের নিয়ে বাকিদের খোঁজে অভিযানে বেরিয়েছেন পুলিশ আধিকারিকরা। একইসঙ্গে অভিযানে যে বোলেরো গাড়িটিকে স্টিকার লাগিয়ে অ্যাম্বুল্যান্সের রূপ দেওয়া হয়েছিল সেটিকেও উদ্ধার করেছে পুলিশ।

[একই রুটে পেট্রল পাম্পে সিরিয়াল ডাকাতি, চাঞ্চল্য উত্তরবঙ্গে]

Advertisement

প্রসঙ্গত, শুক্রবার মাঝরাতে ফুলবাড়ি বাজারের কাছেই জিয়াগঞ্জ এলাকায় একটি পেট্রল পাম্পে হানা দেয় সাতজনের ডাকাত দলটি। কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে লুটপাট চালিয়ে চলে যায় ওই দলটি। জানা গিয়েছে, শুক্রবার রাত আড়াইটা নাগাদ একটি বোলেরো গাড়িতে অ্যাম্বুল্যান্সের স্টিকার লাগিয়ে তারা এসে দাঁড়ায় জিয়াগঞ্জের পেট্রল পাম্পে। প্রত্যেকের মুখ মাংকি ক্যাপে ঢাকা ছিল। বাংলাতেই কথাবার্তা বলায় খুব একটা ভয় পাননি পাম্প কর্মী। ট্যাঙ্ক খালি মনে করে পাম্পের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন জানতে চান কতটা তেল প্রয়োজন। তখনই অ্যাম্বুল্যান্স থেকে চারজন বেরিয়ে বন্দুক তাক করে। পাম্পের অন্য কর্মীদের ডাকতে বাধ্য করা হয় তাঁকে। পাম্পের ম্যানেজার বিপ্লব ছেত্রীর কাছ থেকে টাকা-পয়সা, চাবি চায়। তাকে মারধরও করে। চাবি আনার নাম করে বিপ্লববাবু পালিয়ে যান। অবশ্য বাকিরা রেহাই পাননি। কর্মীদের কাছে যা টাকা পয়সা ছিল তা হাতিয়ে নেয় এবং পাম্পে আর টাকা নেই নিশ্চিত হয়ে জেনে তারা বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়ে অ্যাম্বুল্যান্স লেখা গাড়িতে করেই জলপাইগুড়ির দিকে পালিয়ে যায়। শীতের কুয়াশার সুযোগ নিয়ে নির্বিঘ্নে পালাতে সক্ষম হয় ডাকাতরা। ফুলবাড়ির পেট্রল পাম্পের মালিক বিনম্র গোয়েঙ্কা জানান, কুড়ি বছর ধরে এই পেট্রল পাম্প চালাচ্ছেন তিনি। এমন ঘটনা আগে কখনও ঘটেনি। দ্রুত দোষীদের গ্রেপ্তারির দাবি জানিয়ে এনজেপি থানায় তিনি অভিযোগ দায়ের করেন।

[কীভাবে খুন করেছিল প্রাক্তন স্বামীকে, পুলিশকে দেখাল অদিতি]

অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুরু হয় দুষ্কৃতীদের খোঁজ। তল্লাশি অভিযান চালিয়ে ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে বড় সাফল্য পেল পুলিশ। পলাতক দুষ্কৃতীদেরও শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশকর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement