Advertisement
Advertisement
West Midnapur

শুঁড়ে জড়িয়ে আছাড় প্রৌঢ়কে, হাতির হানায় মৃত্যুতে গোয়ালতোড়ে আতঙ্ক

হাতির আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের বাসিন্দাদের।

person died by elephant attacked in West Medinipur's Goaltor

ফাইল ছবি।

Published by: Suhrid Das
  • Posted:January 3, 2025 4:56 pm
  • Updated:January 3, 2025 6:07 pm  

সম্যক খান, মেদিনীপুর: ফের হাতির হানায় মৃত্যু পশ্চিম মেদিনীপুরে। এবার ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানা এলাকার রঘুনাথবাড়িতে। স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত বক্তির নাম রাম ধবল (৬৭)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই হাতির আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। বেশ কয়েকটি দামাল গ্রামের বাইরের জঙ্গলে ঘোরাফেরা করছে। গ্রামেও হামলা চালানোর ঘটনা দেখা গিয়েছিল। সেই নিয়ে যথেষ্ঠ চাপ বাড়ছিল গ্রামবাসীদের মধ্যে। সেই আবহে এবার ফের হাতির হামলায় মৃত্যু। জানা গিয়েছে, এদিন ভোরে প্রাতঃকৃত্য সারতে বাড়ি থেকে বেরিয়েছিলেন রাম ধবল। নদীর ধারে যেতেই তিনি একটি দলছুট হাতির মুখোমুখি পড়ে যান। সঙ্গে সঙ্গে ছুট দিয়েছিলেন তিনি। পিছনে ওই হাতিটিও তাড়া করে। এক সময় তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

এর আগে গত মঙ্গলবারই কেশপুরে হাতির হানায় মারা গিয়েছিলেন এক ব্যক্তি। আনন্দপুর থানা এলাকা শোলিডিহা গ্রামে হাতি হানা দিয়েছিল। নিমাই ভুঁইঞা (৫৪) নামে এক ব্যক্তিকে পিষে মারা হয়। আরও এক ব্যক্তি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় হাতির দল দেখা যাচ্ছে। লোকালয়ে ঢুকে মাঠের ফসল নষ্ট করছে। গ্রামের ঘরবাড়িগুলিও ভাঙচুর করছে। বনদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। হাতি তাড়াতে দ্রুত ব্যবস্থা নিক বনদপ্তর। সেই দাবি তুলেছেন গ্রামবাসীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement