Advertisement
Advertisement
মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ

পুরভোটে প্রার্থী করার দাবি, মন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভ কাউন্সিলরের অনুগামীদের

দুর্নীতির অভিযোগে এবার টিকিট না পাওয়ার আশঙ্কা শিলিগুড়ির ওই কাউন্সিলরের।

People supporting local councilors stage protest around minister Gautam Deb
Published by: Sucheta Sengupta
  • Posted:February 23, 2020 4:38 pm
  • Updated:February 23, 2020 5:23 pm  

শুভদীপ রায়নন্দী, শিলিগুড়ি: সাতসকালে পর্যটন মন্ত্রী গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল শিলিগুড়িতে। রবিবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ এবং স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলে জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকারের বাড়ি ঘিরেও। পরে জানা যায়, ইস্যু ছিল পুরভোটে টিকিট না পাওয়ার আশঙ্কা। স্রেফ আশঙ্কা থেকেই এই উত্তেজনাকর পরিস্থিতি। ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন গৌতম দেব। বিক্ষোভ বা প্রতিবাদ জানানোর এটা সঠিক পথ নয় বলে মত তাঁর।

জানা গিয়েছে, ৪০ নং ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ অধিকারীকে আগামী পুরনির্বাচনে ফের প্রার্থী করার দাবি উঠেছে। সেই দাবি জানিয়েই আজ সকালে পর্যটন মন্ত্রীর বাড়ি এবং দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকারের বাড়িতে বিক্ষোভ দেখান। ঘটনায় কাউন্সিলর সত্যজিৎ অধিকারীর দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। দাবি করেছেন, ওই ঘটনায় তাঁর কোনও হাত নেই।

Advertisement

[আরও পড়ুন: ঐশীরাই অনুপ্রেরণা, নতুন মুখের ভরসায় পুরভোট লড়ার ইঙ্গিত সূর্যকান্ত মিশ্রর]

বিক্ষোভ দেখে ক্ষুব্ধ মন্ত্রী গৌতম দেব বলেন, “এই ধরনের ঘটনা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। দল কাকে পুর নির্বাচনের টিকিট দেবে, তা দলের শীর্ষ নেতৃত্ব নির্ধারন করবে। এইভাবে বিক্ষোভ দেখিয়ে টিকিট পাওয়া যায় না। দলের নিজস্ব প্রক্রিয়া রয়েছে। আমি সত্যজিতের সঙ্গে কথা বলব।” তবে টিকিটের দাবি জানিয়ে এলাকাবাসীর বিক্ষোভ দেখানোর বিষয়টি অস্বীকার করেছেন জেলা সভাপতি রঞ্জন সরকার। তিনি বলেন, “আমাকে কেউ কাউন্সিলরের হয়ে টিকিটের দাবি জানায়নি। দলের কয়েকজন সদস্য দলীয় কাজে আমার সঙ্গে দেখা করতে এসেছিল।” ওয়ার্ড কাউন্সিলার সত্যজিৎ অধিকারীর বক্তব্য, “ওই বিক্ষোভ আমার কথায় হয়নি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছে। আমার করার কিছু নেই। আমাকে দল যেভাবে নির্দেশ দেবে, আমি সেইভাবেই চলব।” স্থানীয় বাসিন্দা সমীর দাস বলেন, “আমরা শুনতে পেয়েছি সত্যজিৎ অধিকারিকে এবার টিকিট দেওয়া হচ্ছে না। তিনি ওয়ার্ডের অনেক উন্নয়ন করেছেন। আমরা তাকেই আরেকবার কাউন্সিলর হিসেবে চাই।”

[আরও পড়ুন: ক্রমশ বাড়ছে অ্যানথ্রাক্স আতঙ্ক, ৪ দিন হাতি সাফারি বন্ধ জলদাপাড়ায়]

দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের বেশ কয়েকজন কাউন্সিলর এবার টিকিট পাচ্ছেন না। বিশেষ করে যেসব তৃণমূল কাউন্সিলরদের নাম সরকারি-বেসরকারি জমি দখল, দুর্নীতি, তোলাবাজিতে জড়িয়েছে, তাঁদের এবার টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি ওয়ার্ডে বর্তমান কাউন্সিলরের পরিস্থিতি কী যাচাই করেই দেওয়া হবে টিকিট। ইতিমধ্যে সেই বিষয়ে ওয়ার্ডে সমীক্ষা শুরু করেছে তৃণমূল শিবির। একইভাবে পারফরম্যান্স যাচাই করছে প্রশান্ত কিশোরের টিম৷ দলীয় সূত্রে আরও খবর, পুর নির্বাচনে সত্যজিৎ অধিকারীকে টিকিট না দেওয়ার গুঞ্জন উঠেছে। কারণ, তাঁর বিরুদ্ধে ওয়ার্ডে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে টাকা নেওয়া এবং ‘সবার জন্য ঘর’ প্রকল্পে বরাদ্দ পাইয়ে দিতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। ওই দুই কারনের জন্য টিকিট না পাওয়ার আশঙ্কা রয়েছে সত্যজিৎবাবুর। রাজনৈতিক মহলের একাংশের মত, সেই গুঞ্জন ছড়িয়ে পড়তেই ওয়ার্ডবাসী এবং অনুগামীদের দিয়ে ওই বিক্ষোভ করিয়েছেন কাউন্সিলর নিজে।

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement