Advertisement
Advertisement
ASI

নাবালিকার মৃত্যুতে নতুন করে উত্তাল কালিয়াগঞ্জ, থানার ভিতরে আগুন, পোড়ানো হল গাড়ি

জখম হন ২ পুলিশকর্মী।

People stages protest in front of Kaliagunj Police station | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 25, 2023 4:51 pm
  • Updated:April 25, 2023 5:40 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কালিয়াগঞ্জ থানা। ক্ষোভে কালিয়াগঞ্জ থানায় আগুন ধরিয়ে দিল রাজবংশী নাগরিক সমাজ। দাউ দাউ করে জ্বলে ওঠে থানা। জখম হন ২ পুলিশ কর্মী। সেই সঙ্গে জ্বালিয়ে দেওয়া হয় একাধিক গাড়ি। সব মিলিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠে থানা চত্বর। 

কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তাল এলাকা। অভিযুক্তদের শাস্তির দাবি ও এসপির পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছে এলাকায়। মঙ্গলবার বিকেলে কালিয়াগঞ্জের প্রতিবাদ মাঠে একটি কর্মসূচি ছিল আদিবাসী সম্প্রদায়ের। সেখান থেকেই এসপির পদত্যাগের দাবিতে কালিয়াগঞ্জ থানা চত্বরে পৌঁছন তাঁরা। থানা ঘেরাও করে তাঁরা। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। থানার ভিতরে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। দাউ দাউ করে জ্বলে থানা। কোনওক্রমে থানা থেকে বের হন কর্তব্যরত পুলিশ কর্মীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িতে। জখম হন ২ পুলিশ কর্মী। পরিস্থিতি আয়ত্তে আসে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। 

Advertisement

[আরও পড়ুন: ‘দরকারে আমাকে মারো, গরিবদের না’, বীরভূম থেকে রাজনৈতিক হিংসা নিয়ে বিজেপিকে নিশানা ফিরহাদের]

এদিনই রায়গঞ্জে এসপি অফিস ঘেরাও করেছিল বিজেপি। সেখানে অশান্তির আশঙ্কা করে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। তবে কালিয়াগঞ্জে থানার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে, তা ভাবতেও পারেনি পুলিশ। সেই কারণেই বাড়তি পুলিশ ছিল না। সেই সুযোগকে কাজে লাগায় বিক্ষুব্ধরা। 

 

[আরও পড়ুন: এবার জিআই স্বীকৃতির অপেক্ষায় বলাগড়ের নৌকাশিল্প, সুদিন ফেরার আশায় শিল্পীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement