সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে নাগরিকপঞ্জির প্রতিবাদে এ রাজ্যে আন্দোলনে নামলেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা৷ বুধবার সকাল থেকে শিয়ালদহ মেন লাইনে বনগাঁ ও হাসনাবাদ শাখার বিভিন্ন স্টেশনে অবরোধ শুরু হয়ে গিয়েছে৷ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে লোকাল ট্রেন৷ শেষ খবর অনুযায়ী, এখনও অবরোধ চলছে৷ ভরা অফিস টাইমে দুর্ভোগে যাত্রীরা৷
[দুরন্ত বর্ষায় দুর্ভোগ উত্তর থেকে দক্ষিণে, উত্তাল দিঘার সমুদ্র]
অসমে নাগরিকপঞ্জি নিয়ে তোলপাড় গোটা দেশ৷ তালিকা থেকে বাদ পড়েছেন ৪০ লক্ষ মানুষ৷ নাগরিকপঞ্জির তালিকায় যাঁদের নাম নেই, তাঁদের অনেকের আবার ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে বলে অভিযোগ৷ প্রশ্ন উঠেছে, এই ৪০ লক্ষ মানুষ এখন যাবেন কোথায়? কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, নাগরিকপঞ্জির নামে অসমে ‘বাঙালি খেদাও’ অভিযান চলছে৷ বিধানসভা সর্বদল প্রস্তাব পেশ করেছে সরকার৷ প্রস্তাবকে সমর্থন করেছেন বাম ও কংগ্রেস বিধায়করা৷ আগস্টের শুরুতেই অসম যাচ্ছেন শাসকদলের সাংসদের প্রতিনিধি দল৷ এবার অসম ইস্যুতে এ রাজ্যে আন্দোলনে নামলেন মতুয়া মহাসংঘের সদস্যরা৷
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় মতুয়া মহাসংঘের সদর দপ্তর৷ জেলায় মতুয়া সম্প্রদায়ের মানুষের সংখ্যাও নেহাত কম নয়৷ মঙ্গলবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন, অসমে নাগরিকপঞ্জি থেকে যে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে ১৩ থেকে ১৪ লক্ষ মানুষ মতুয়া সম্প্রদায়ের৷ এই ঘটনার প্রতিবাদে বুধবার শিয়ালদহ মেন লাইনে বনগাঁ ও হাসনাবাদ শাখায় অবরোধ করবেন এ রাজ্যের মতুয়ারা৷ মন্ত্রীর ঘোষণামতোই সকাল আটটা থেকে শুরু হয়ে যায় অবরোধ৷ ভরা অফিস টাইমে ষন্ডালিয়া, নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম-সহ একাধিক স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান মতুয়া সম্প্রদায়ের মানুষেরা৷ শেষ খবর অনুযায়ী, এখনও অবরোধ চলছে৷ বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে লোকাল ট্রেন৷ কাজের দিনে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা৷
[ মানসিক ভারসাম্যহীন বোনের সম্মান রক্ষার্থে খুন দাদা, পলাতক অভিযুক্ত]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.