ছবি: প্রতীকী।
শান্তনু কর, জলপাইগুড়ি: স্বাধীনতার পঁচাত্তর বছর পার করে অবশেষে প্রাপ্তির ঝুলিতে পাকা রাস্তা। কাঁচা রাস্তা পাকা হওয়ায় কার্যত উৎসবের চেহারা নিল জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের তিন গ্রাম। ক্ষোভ, দুঃখ ভুলে আনন্দের জোয়ারে ভাসলেন গুয়াবাড়ি, ধনাইমালি, কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দারা।
রাস্তা ছিল খানা খন্দ ভরা। রাত হলেই গর্তে পা পড়ায় প্রায়দিনই দুর্ঘটনায় কবলে পড়তে হতো বাসিন্দাদের। বর্ষা এলেই জল-কাদায় জেরবার হাল। তিন গ্রাম মিলিয়ে প্রায় হাজার দুয়েক মানুষের বসবাস। প্রত্যেকেই ভুক্তোভোগী। পাঁচটি গ্রামের সঙ্গে যোগাযোগের অন্যতম ওই রাস্তার বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছিলেন সকলে। অবশেষে এগিয়ে এল স্থানীয় পঞ্চায়েত। পাতকাটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় ২৩ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হল পাকা রাস্তা।
পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান হেমব্রম বলেন, “গুয়াবাড়ি, ধনাইমালি, কালিয়াগঞ্জ এই তিন গ্রামের পাশাপাশি এই রাস্তা দিয়ে ডেঙ্গুয়াঝাড় চা বাগান-সহ বিভিন্ন এলাকার কয়েকহাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কাঁচা রাস্তা থাকায় এতদিন যাতায়াতে সমস্যা হত বাসিন্দাদের। স্কুলপড়ুয়া থেকে শুরু রাতবিরেতে রোগীদের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে হলে সমস্যা হত। এই সমস্যার এতদিনে সমাধান হল। এখন থেকে পিচ দেওয়া পাকা রাস্তা দিয়ে যাতায়াত করবেন বাসিন্দারা।” রাস্তার দু’পাশে পথ বাতির যাতে ব্যবস্থা হয় পঞ্চায়েতের তরফে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রধান হেমব্রম জানিয়েছেন।
এলাকার বাসিন্দা নন্দ ওঁরাও বলেন, “স্বাধীনতার পর এত দিনে পাকা রাস্তা পেলাম আমরা। আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। রাস্তার জন্য বহু আন্দোলন হয়েছে। অবরোধ হয়েছে।” এবার রাস্তা পাকা হওয়ায় ডেঙ্গুয়াঝাড় চা বাগান-সহ কালিয়াগঞ্জ, গুয়াবাড়ি, নাওয়াপাড়া, চান্দেয়াপাড়া, নাথুয়াপাড়ার বাসিন্দা হাজার হাজার মানুষ উপকৃত হলেন বলে জানান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.