স্টাফ রিপোর্টার: বিহারের (Bihar) উপমুখ্যমন্ত্রী পদে রেণুদেবীর শপথ নেওয়ার পরই খুশিতে মাতলেন হাওড়ার (Howrah) জগাছার মানুষ। কারণ, রেণুদেবীর সঙ্গে হাওড়ার এই এলাকার যোগ নিবিড়। রেণুদেবী তো তাদের কাছে বিটিয়া-ই।
বিয়ের পর হাওড়ার জগাছায় চলে এসেছিলেন রেণুদেবী। বিহারের বেতিয়ার চারবারের বিধায়ক তিনি। কিন্তু জগাছায় ছিল শ্বশুরবাড়ি। বিয়ের পর তাই সোজা চলে আসেন এই জগাছাতেই। পরে অবশ্য বিহারে ফিরে যান। সেখানে গিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়েছিলেন। সেখান থেকেই তাঁর রাজনীতির যোগ। শামিল হন বিজেপিতে। তারপর অবশ্য ফিরে তাকাতে হয়নি। পর পর চারবার এমএলএ হিসাবে নির্বাচিত হন। কিন্তু জগাছাকে ভোলেননি। এখনও ভালোভাবেই যোগাযোগ রয়েছেন তাঁর। শ্বশুরবাড়ির এলাকায় তাই খুশির আমেজ ছিল।
জগাছাবাসী আশা করেছিলেন, তাঁদের বিটিয়া বিহারে জোটের সাফল্যের পর গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। কারণ একদিকে তিনি নারী অধিকারের কথা বলে এসেছেন। অন্যদিকে, বিজেপির সংগঠন সামলেছেন। তাই এবার বড় দায়িত্ব এসেছে। সেই দায়িত্ব পালনে সাফল্য আসুক, এটাই চাইছে জগাছা। ছটপুজো এবার বাড়তি মাত্রা পাচ্ছে তাঁদের কাছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.