Advertisement
Advertisement

Breaking News

Jhargram

বেলপাহাড়িতে অনাহারে মৃত্যুর অভিযোগ, উড়িয়ে দিল প্রশাসন

ওই পরিবার বেশিরভাগ সময় এলাকায় থাকত না বলেই দাবি।

People of belpahari allegedly dying of hunger in Belpahari, authorities deny | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 14, 2022 1:48 pm
  • Updated:August 14, 2022 1:48 pm  

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের (Jhargram) বেলপাহাড়িতে তফসিলি উপজাতি ভুক্ত এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃত্যুর কারণ কি অনাহার? না তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ কোনওভাবেই অনাহার নয়।

জানা গিয়েছে, বেলপাহাড়ির ভুলাভেদার বাসিন্দা সর্দার পরিবার। সেই পরিবারের সঞ্জয় সর্দার ৩ আগস্ট মারা যান। অনেকেই দাবি করেন, অনাহারে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তদন্তে যায় খাদ্য ও কাজের অধিকার, পশ্চিমবঙ্গ তথ‌্য অনুসন্ধানকারী একটি দল। পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির পক্ষে জানানো হয়, দলটি ওই পরিবার, প্রতিবেশী, ব্লক আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকের সঙ্গে কথা বলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির পরিবারের রেশন কার্ড আছে। তাঁদের এলাকায় ছ’বার দুয়ারে রেশন কর্মসুচি হলেও ওই পরিবারটি যেত না। এঁরা নিয়মিত ওই এলাকায় থাকতেন না। রেশন ডিলারের সঙ্গেও যোগাযোগ করতেন না।

Advertisement

[আরও পড়ুন: ‘বদলা’ চান সাংসদ, ‘ধোলাই-পেটাই’য়ের নিদান বিধায়কের, বেফাঁস হুগলির একাধিক TMC নেতা]

জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই পরিবারটির প্রথমে আরকেএসওয়াই যোজনা ২-এর কার্ড আছে। পরে দপ্তর আরকেএসওয়াই যোজনা ১ কার্ড-এর অন্তর্ভুক্ত করায়। যদিও আঁধার লিংক করানো নিয়ে পরিবার কোনও তৎপরতা নেয়নি। ডিলারের সঙ্গে যোগাযোগ করা বা দুয়ারে রেশনে যাননি। ঝাড়গ্রাম জেলা খাদ্য দপ্তরের আধিকারিক সুজয় দাস বলেন, ‘‘আমরা তদন্ত করেছি। অনাহারের ঘটনা ঘটেনি। ওই পরিবারের রেশন কার্ড আছে। নিয়মিত এলাকায় থাকতেন না।’’

ঝাড়গ্রামের ডিএম সুনীল আগরওয়াল বলেন, ‘‘অনাহারে মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। ওই পরিবারের রেশন কার্ড আছে। ওই ব্যক্তির শারীরিক অসুস্থতা ছিল। আমরা ওই টিমকেও বলেছি।’’

[আরও পড়ুন: অনুব্রতর অনুুপস্থিতিতে বীরভূমে সংগঠন সামলাবেন কে? একাধিক নাম নিয়ে জল্পনা তৃণমূলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement