সম্যক খান, মেদিনীপুর: দিল্লি অশান্তির ক্ষত এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। প্রায় চল্লিশের উপর প্রাণ চলে গিয়েছে। যার জেরে দিল্লি তো বটেই, আতঙ্কে ভুগছে গোটা দেশ। আতঙ্কের সেই আবহের মধ্যেই মন্দিরময় পাথরায় সম্প্রীতির নজির গড়লেন ইয়াসিন পাঠানরা। দোলের আগেই বসন্ত উৎসবে মেতে ওঠেন তাঁরা। যেখানে অংশ নেন সব ধর্মের মানুষই। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রঙের ছোঁয়া লাগল শরীরে এবং মনের মনিকোঠাতেও। বসন্ত উৎসব ছুঁয়ে গেল পাথরাবাসীর হৃদয়কে।
তবে শুধু পাথরাবাসীই নয়, আনন্দে মেতে উঠলেন বাংলার ভিন্ন ভিন্ন জেলার মানুষজনও। কেউ ছুটে এলেন পুরুলিয়া, বাঁকুড়া থেকে তো কেউ ছুটে এলেন উত্তরবঙ্গ থেকে। রঙ খেলার পাশাপাশি সারা দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠল পাথরা। মন্দিরময় পাথরাতে আসন্ন দোল উপলক্ষ্যে বসন্ত উৎসবের আয়োজন করেছিল ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন অফ মেদিনীপুর। ঘুরে ঘুরে ছবি তোলাটাই নেশা ওদের। প্রায় ৫০ জন সদস্য সদস্যা আছে ওই সংগঠনে। কর্মকর্তা আজহারুল পাঠান বলেন, দোল উৎসবকে ঘিরে মন্দিরময় পাথরাকে বিশ্বের কাছে তুলে ধরাটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য।
পাথরা পুরাতত্ব সংরক্ষণ কমিটির সম্পাদক ইয়াসিন পাঠান বলেছেন, হিংসার বাতাবরন যখন চারিদিকে তখন সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই তারা গত কয়েক বছর ধরে এধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিন আবির মাখার পাশাপাশি ছৌ নাচ, কবিগান, বাউল, কলকাতার ব্যাণ্ড থেকে শুরু করে স্থানীয় কচিকাঁচাদের পারফরম্যান্সে মেতে উঠেছিল গোটা এলাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.