জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রকাশ্যে ধূমপান করার শাস্তি। এদেশে পা দিয়েই জরিমানা দিতে হল বাংলাদেশ থেকে আগত বহু যাত্রীকে। শনিবার পেট্রাপোল বন্দরে উত্তর ২৪ পরগনার জেলা স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে ধূমপান বিরোধী অভিযান চালানো হয়। আর তাতেই জরিমানা হল বাংলাদেশ থেকে আগত একাধিক যাত্রীকে। এই অভিযানকে স্বাগত জানিয়েছেন বনগাঁর সচেতন বাসিন্দারা৷
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন বনগাঁ পেট্রাপোল সীমান্তে উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে একটি ধূমপান নিষিদ্ধ অভিযান চালানো হয়। সেখানে প্রকাশ্যে ধূমপান করায় কিছু মানুষকে দিতে হয় জরিমানা। ছাড় পায়নি ওপার বাংলা থেকে আসা যাত্রীরাও। জরিমানা গুনতে হয় মাথাপিছু ৫০ টাকা। ধূমপাইয়েদের হাতে রসিদ দিয়ে কেন ধূমপান করবেন না তা বুঝিয়ে বলেন স্বাস্থ্যদপ্তরের কর্তারা। ধূমপান করায় জরিমানা হওয়া ওপার বাংলার এক যাত্রী জানান, “সরকারের পক্ষ থেকে এটি ভাল সিদ্ধান্ত ৷ আমার উচিত হয়নি ধূমপান করা। তাই আমাকে জরিমানা দিতে হয়েছে। আমাদের দেশে এভাবে অভিযান হয় না।”
এবিষয়ে স্বাস্থ্যদপ্তরের কর্তারা কোনও প্রতিক্রিয়া না দিলেও পেট্রাপোল বন্দরে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “এটি সরকারের ভাল উদ্যোগ। পেট্রাপোল সীমান্ত এপার বাংলা-ওপার বাংলার বহু মানুষের সমাগম ঘটে। সেক্ষেত্রে সিগারেট বা বিড়ি খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে খারাপ তেমন মানুষেরও অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই এ বিষয়ে করা পদক্ষেপ উচিত কাজ হয়েছে। ধারাবাহিকভাবে এমন অভিযান চললে ভাল হয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.